নিজেদের বিখ্যাত গান ‘স্টেয়ারওয়ে টু হেভেন’-এর বিরুদ্ধে করা মামলা জিতে নিয়েছে ব্রিটিশ রক ব্যান্ড লেড জেপেলিন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ‘ট্রিবিউট’ দাবি করে স্টেয়ারওয়ে টু হেভেনের প্রথম অংশের সুর তাদের গান ‘টরাস’ থেকে নকল করা হয়েছে।
সেই বছরই লেড জেপেলিনের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেয় ট্রিবিউট। দুই বছর পর মামলায় জয়ী হয় জেপেলিন। কিন্তু ২০১৮ সালে রায়ের বিপক্ষে আপিল করে ট্রিবিউট। মার্চে আদালত আবারও ব্রিটিশ ব্যান্ডটির পক্ষে রায় দেয়।
অবশেষে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানায়, তারা মামলাটিতে শুনানি করবে না, যার মাধ্যমে কার্যত ছয় বছর ধরে চলা আইনি লড়াইটির সমাপ্তি ঘটল।
‘স্টেয়ারওয়ে টু হেভেন’ গানটি লেড জেপেলিন অ্যালবাম ‘লেড জেপেলিন ফোর’-এর অংশ হিসেবে ১৯৭১ সালের নভেম্বরে মুক্তি পায়। মুক্তির পর বিপুল জনপ্রিয়তা অর্জন করা এই গানটি রক ক্ল্যাসিক ও সর্বকালের অন্যতম সেরা রক গানের মর্যাদা পেয়েছে।
সূত্র: বিবিসি