বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিদ পলাশের ‘প্রীতিলতা’য় গাইবেন কবীর সুমন

  •    
  • ৫ অক্টোবর, ২০২০ ১৮:১৬

কবীর সুমন দুই বাংলার কাছে এক পরিচিত নাম। এ গায়ক এবার গাইবেন বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার  জীবনভিত্তক চলচ্চিত্র ‘প্রীতিলতা’ তে।

রাশিদ পলাশের পরিচালনায় ও গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রীতিলতা চরিত্রে অভিনয় করবেন পরীমনি।

‘এক বার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী’ গানটি নতুন করে এ চলচ্চিত্রের জন্য গাইবেন কবীর সুমন।

ঐতিহাসিক এ গান রচনা ও সুর করেন ভারতের বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস।

গানটি ১৯৬৬ সালে ‘সুভাষচন্দ্র’ চলচ্চিত্রে প্রথম ব্যবহার করা হয়েছিল। সে সময় এতে কণ্ঠ দিয়েছিলেন কালজয়ী শিল্পী লতা মঙ্গেশকর।

গানটিতে কাজ করার মাধ্যমে কবীর সুমন প্রথমবারের মতো বাংলাদেশি কোনো চলচ্চিত্রের অংশ হতে যাচ্ছেন।  

এ নিয়ে কবীর সুমন এক ভিডিওবার্তায় বলেন,‘কিছুদিন আগে বাংলাদেশ থেকে রাশিদ পলাশ ফোন করে বলেন, তারা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে একটি ছবি বানাবেন। ছবিতে যেন আমি একটা গান গেয়ে দেই। আমার খুব গর্ব হচ্ছিল যে আমায় কেউ স্মরণ করেছে।   

‘আমি গানটি সগর্বে গাইব, সানন্দে গাইব। আরো জানলাম রাশিদ পলাশ ও তার বন্ধুরা মিলে টিম প্রীতিলতা তৈরি করেছে এবং তারা সবাই মিলেই ছবিটি তৈরি করছে। আমি খুব গর্বিত এই টিমের অংশ হতে পেরে।'

এ বিভাগের আরো খবর