হলিউডের অন্যতম জুটিগুলোর মধ্যে একটি ছিল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ভক্তদের কাছে তারা পরিচিতি পান এক নামে, ‘ব্র্যাঞ্জেলিনা’।
পাঁচ বছর একসঙ্গে সংসার করার পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে তাদের ছয় সন্তান রয়েছে।
২০১৯ সালে বিচ্ছেদের সময় অ্যাঞ্জেলিনা তাদের ছয় সন্তানের অভিভাবকত্ব পান। সম্প্রতি ব্র্যাড পিট তাদের সন্তানদের সমান অভিভাবকত্বের জন্য আদালতে আবেদন করছেন।
আগামী সোমবার আদালতের শুনানিতে বিষয়টি আলোচনা করা হবে।
এন্টারটেইনমেন্ট টুনাইটের প্রতিবেদনে জানানো হয়েছে, ব্র্যাড তাদের সন্তানদের ৫০/৫০ অভিভাবকত্ব চাইছেন। অ্যাঞ্জেলিনাও চান আদালত যেন ন্যায় বিচার করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাড খুব আশাবাদী। তিনি ভাবছেন, তারা (ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা) বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটমাট করতে পারবেন। কারণ সন্তানদের বাবা-মা দুই জনের সান্নিধ্যেই বড় হওয়া প্রয়োজন।
ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা ২০১৮ এর নভেম্বরে সন্তানদের অভিভাবকত্বের জন্য চুক্তি করার সিদ্ধান্ত নেয়। তবে মতের অমিল হওয়ার কারণে তা সফল হয়নি।
আরও জানা যায়, সন্তানদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্র্যাড সবসময়ই অ্যাঞ্জেলিনার প্রতি শ্রদ্ধাশীল। কিছু ক্ষেত্রে মতের অমিল হলেও ব্র্যাড জানেন অ্যাঞ্জেলিনা তাদের সন্তানদের ভালোবাসেন ও তাদের ভালো চান। তবে সন্তানদের জন্য ব্র্যাডের উপস্থিতি খুব প্রয়োজন তা তিনি (ব্র্যাড) বুঝতে পারছেন।
ব্র্যাড কখনোই চাননি বিষয়টি আদালত পর্যন্ত যাক। কারণ বিষয়টি সবার উপরেই একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে; যা ব্র্যাড কখনোই চান না। তবে বিষয়টি এখন তার সন্তানদের সঙ্গে সময় কাটানো নিয়ে।
অ্যাঞ্জেলিনা চান যত দ্রুত সম্ভব মামলার নিষ্পত্তি।