ওয়েব সিরিজে দেশীয় নির্মাতাদের অভিষেক হয়েছে অনেক আগেই। তারপর থেকেই দর্শকদের জন্য নির্মাতারা তৈরি করছেন একের পর এক ওয়েব সিরিজ।
প্ল্যাটফর্মটি নতুন হলেও খুব অল্প সময়ে দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করছে দেশীয় ওয়েব সিরিজ।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য নতুন একটি ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয়েছে। ‘মরীচিকা’ নামের এ সিরিজটির পরিচালক শিহাব শাহিন। এটি তার চতুর্থ ওয়েব সিরিজ।
‘মরীচিকা’ সিরিজটিতে অভিনয় করছেন বড় পর্দার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মাহির বিপরীতে আছেন সিয়াম আহমেদ। এ ছাড়াও রয়েছেন অভিনেতা জোভান।
এ সিরিজটি এ জুটির দ্বিতীয় কাজ। তারা এর আগে একসঙ্গে ‘স্বপ্নবাজ’ সিনেমায় কাজ করেছেন। তবে এ দুই শিল্পীর প্রথম ওয়েব সিরিজ ‘মরীচিকা’।
'মরীচিকা' সিরিজের শ্যুটিং শুরুসিরিজটি নিয়ে মাহি নিউজবাংলাকে বলেন, 'কাজটি নিয়ে কিছুই বলতে চাই না এখন। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলতে বিধি-নিষেধ আছে।’
জনপ্রিয় ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পরিচালক শিহাব শাহিনও নতুন এ সিরিজটি নিয়ে এখনই কিছু বলতে রাজি নন। তবে তিনি জানান, খুব শিগগিরই প্রযোজনা সংস্থা ‘চরকি’ আনুষ্ঠানিকভাবে সিরিজটি সম্পর্কে জানাবে।
তিনি তার ফেসবুকে সিরিজটির শ্যুটিং চলাকালীন একটি ছবি দিয়েছেন।