বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও 'ইলেক্ট্রো' জেমি ফক্স

  •    
  • ৩ অক্টোবর, ২০২০ ২১:১৯

স্পাইডার-ম্যান সিরিজে ফিরছে ভিলেন ইলেক্ট্রো। আর বড় পর্দায় ইলেক্ট্রোর সাজে আবারও দেখা যাবে জেমি ফক্সকে।

স্পাইডার-ম্যানের দ্বিতীয় রিবুট 'দ্য আমেইজিং স্পাইডার-ম্যান' এর দ্বিতীয় পর্বে মূল খলনায়ক ছিল ইলেক্ট্রো। এরপর স্পাইডারম্যানকে তৃতীয় দফায় রিবুট করা হয় মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অধীনে। 

তৃতীয় রিবুটে ইতোমধ্যে মুক্তি পেয়ে ব্লকবাস্টার হয়েছে 'স্পাইডারম্যান হোমকামিং' এবং 'স্পাইডারম্যান ফার ফ্রম হোম' সিনেমা দুটি। এবারে পালা তিন নম্বর সিক্যুয়েলের।

তিন নম্বর ছবিতেই ভিলেন হিসেবে নির্মাতারা ফিরিয়ে আনতে যাচ্ছেন ইলেক্ট্রোকে। আর চরিত্রটির জন্য ফক্সকে বেছে নিয়েছেন তারা।

সিনেমায় আগের দুই পর্বের মত স্পাইডারম্যানের বেশে দেখা যাবে টম হল্যান্ডকে। এছাড়াও অভিনয় করছেন জন ব্যাটেলন, জেনডায়া এবং মারিসা টমেই।

মারভেল স্টুডিও ও সনি পিকচারস নির্মিত সিনেমাটি মুক্তির সম্ভাব্য তারিখ ১৭ ডিসেম্বর ২০২১। 

 

এ বিভাগের আরো খবর