বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালিক-গিগির ঘরে কন্যা সন্তান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৮

কন্যা সন্তানের বাবা-মা হলেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক গায়ক জাইন মালিক ও জনপ্রিয় মডেল গিগি হাদিদ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে এ তথ্য জানান ব্রিটিশ গায়ক। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টুইটারে জাইন মালিক একটি সাদা-কালো ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, শিশু কন্যা তার ছোট্ট আঙুলগুলো দিয়ে বাবাকে ধরে রেখেছে। 

ছবির ক্যাপশনে মালিক লেখেন, 'এই হলো আমাদের সুস্থ, সুন্দর কন্যা শিশু...আমার বর্তমান অনুভূতি বলে বোঝানো যাবে না।'

গত এপ্রিলে জিমি ফ্যালনের সঙ্গে একটি টেলিভিশন শোতে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানিয়েছিলেন ২৫ বছর বয়সী গিগি হাদিদ।  

শোতে গিগি জানান, মালিক ও তিনি সবার শুভেচ্ছা ও সমর্থনে পেয়ে খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। 

২০১৫ সালের শেষ দিক থেকে এই যুগলের ভালবাসার সম্পর্কের শুরু। 

মালিক ওয়ান ডিরেকশন ব্যান্ডের তৃতীয় সদস্য, যিনি সন্তানের বাবা হলেন। এর আগে লুইস টমলিনসন ২০১৬ সালের জানুয়ারিতে ফ্রেডি নামের ছেলে সন্তানের বাবা হন। এ ব্যান্ডের আরেক সদস্য লিয়াম পায়েনের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। 

মালিক নতুন গান 'বেটার'-এর একটি ছোট অংশ টুইটারে পোস্ট করেন। স্থানীয় সময় শুক্রবার গানটি রিলিজ হওয়ার কথা রয়েছে।   এই সপ্তাহের শুরুর দিকে হাদিদের বাবা মোহাম্মদ হাদিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, তিনি মালিক ও গিগির সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

পোস্টে অনাগত শিশুর উদ্দেশে তিনি বলেছিলেন, ‘নানা তোমাকে দেখতে উন্মুখ হয়ে আছে।'

এ বিভাগের আরো খবর