বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় আয়ুষ্মান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৫

অভিনয়শৈলী দিয়ে দেশ-বিদেশের অনেক দর্শকের নজর কেড়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুররানা। বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকের কাছে তার এ জনপ্রিয়তা চোখ এড়ায়নি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইমেরও। সংবাদমাধ্যমটি তাদের ১০০ প্রভাবশালীর তালিকায় জায়গা দিয়েছে আলোচিত অভিনেতাকে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রভাবশালীদের তালিকায় জায়গা করে নেওয়ার বিষয়টি পোস্ট করেন আয়ুষ্মান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এটি শেয়ার করেন। 

মোদিও এ তালিকায় থাকা মানুষদের একজন।

ইনস্টাগ্রামে আয়ুষ্মান লিখেন, 'টাইমের ১০০ প্রভাবশালী মানুষের তালিকা প্রকাশ হয়েছে। এ গ্রুপের একজন হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।'

পােস্টটি দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাতে হাজার হাজার লাইক পড়ে। 'আর্টিকেল ১৫'-এর অভিনেতাকে অভিনন্দন জানিয়ে কমেন্টও করতে থাকেন অনেকে।

পোস্টে আয়ুষ্মান বলেন, 'টাইমের দেওয়া স্বীকৃতিতে আমি সত্যিকার অর্থেই শ্রদ্ধাবনত। একজন শিল্পী হিসেবে শুধু সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখার ওপর নজর দিয়েছি...এই মুহূর্তটি আমার বিশ্বাস ও অভিনয় যাত্রার বড় স্বীকৃতি।'

'আমি সবসময়ই মনে করতাম, সমাজ ও মানুষের মধ্যে যথোপযুক্ত সংলাপের মাধ্যমে পরিবর্তন আনার ক্ষমতা আছে সিনেমার। আশা করি পছন্দের কন্টেন্ট নির্বাচনের মাধ্যমে আমি দেশ ও দেশবাসীর জন্য ভূমিকা রাখতে পেরেছি।'

আয়ুষ্মানের এ অর্জনের প্রশংসা করেছেন ভারতীয় অনেক শিল্পী। তাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, নিনা গুপ্তা, ঐশ্বরিয়া লক্ষ্মী।

এ বিভাগের আরো খবর