বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমি অ্যাওয়ার্ডসে সেরা ‘শিটস ক্রিক’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৪৫

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নেই লালগালিচা। নেই কোনো শ্রোতা বা দর্শক। আছেন শুধু উপস্থাপক। করোনাভাইরাসজনিত মহামারীর কারণে এমন এক পরিবেশেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে ঘোষণা করা হলো প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস।

স্থানীয় সময় রোববার রাতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।

সঞ্চালক জিমি কিমেল দ্য হলিউড রিপোর্টারকে জানান, ভার্চুয়ালি হলেও অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়েছে।

অনুষ্ঠানে চিত্রনাট্য, পরিচালনা, সেরা কমেডি সিরিজসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে কমেডি সিরিজ ‘শিটস ক্রিক’। এর মধ্য দিয়ে পুরস্কারজয়ীদের তালিকায় শীর্ষ অবস্থান পায় সিরিজটি।

কমেডি সিরিজ ক্যাটাগরিতে শিটস ক্রিকের ক্যাথরিন ও’হারা সেরা অভিনেত্রী ও ইউজিন লেভি সেরা অভিনেতার পুরস্কার পান।

শিটস ক্রিকের পার্শ্ব অভিনেত্রী  অ্যানি মারফি ও ড্যানিয়েল লেভি সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেন।  এ ছাড়া অ্যান্ড্রু সিভিডিনো ও ড্যানিয়েল লেভি সেরা পরিচালকের পুরস্কার পান। এ ছাড়া সেরা চিত্রনাট্যকারের পুরস্কারটিও ওঠে ড্যানিয়েল লেভির হাতে। 

অন্যদিকে সেরা ড্রামা সিরিজসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে টিভি সিরিজ 'সাকসেশন'। সিরিজটির জেরেমি স্ট্রং সেরা অভিনেতা, জেস আর্মস্ট্রং চিত্রনাট্য ও অ্যানদ্রিজ পারেখ পরিচালনার জন্য পুরস্কার পান।

সেরা লিমিটেড সিরিজসহ চার ক্যাটাগরিতে পুরস্কার পায় ‘ওয়াচম্যান’। সিরিজটির রেজিনা কিং সেরা অভিনেত্রী, দ্বিতীয় ইয়াহইয়া আব্দুল-মতিন সেরা পার্শ্ব অভিনেতা এবং  ড্যামন লিন্ডলোফ ও কর্ড  জেফারসন সেরা চিত্রনাট্যের পুরস্কার পান।

এ ছাড়া টিভি শিল্পের রূপান্তরে অসামান্য ভূমিকা রাখায় গভর্নরস পুরস্কারে ভূষিত হন টাইলার পেরি ও দ্য পেরি ফাউন্ডেশন।

এ বিভাগের আরো খবর