সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে মাদকের বিস্তার নিয়ে সরব থাকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধেই মাদকের সাথে যোগসূত্র নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।
তবে বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, যদি মাদকের সাথে তার যোগসূত্র প্রমাণিত হয় তাহলে তিনি চিরদিনের জন্য মুম্বাই ছেড়ে চলে যাবেন।
কঙ্গনা নিজে মাদক নেন বলে কয়েক বছর আগে সংবাদমাধ্যমে অভিযোগ করেছিলেন তার সাবেক প্রেমিক অধ্যয়ন সুমন। তার অভিযোগ, নায়িকা শুধু নিজেই মাদক নিয়ে ক্ষান্ত হননি, তাকেও মাদক নিতে বাধ্য করেন। অধ্যয়নের সেই অভিযোগকে সামনে এনেই কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে সরকার।
শিবসেনার দুই বিধায়ক সুনীল প্রভু এবং প্রতাপ সরনায়েক অধ্যয়নের অভিযোগের সেই পুরনো ভিডিওটি তুলে এনেছেন। বিষয়টি নিয়ে কঙ্গনার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন বলে সোমবার রাজ্য বিধানসভায় প্রস্তাব আনেন তারা। তাদের দাবি, কঙ্গনা যেমন একাধিক বলিউড তারকাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনছেন, তেমনই অনেকে আবার তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলছেন। তাই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। কঙ্গনার জন্য মুম্বাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনার পর নডে়চড়ে বসেছে মহারাষ্ট্র সরকার। সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, "বিধায়ক সুনীল প্রভু এবং প্রতাপ সরনায়েকের অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। বিধানসভায় আমি জানিয়েছি, অধ্যয়ন সুমনের সাথে সম্পর্ক ছিল কঙ্গনার। এক সাক্ষাৎকারে তিনিই জানিয়েছিলেন যে, কঙ্গনা মাদক সেবন করতেন এবং তাকেও বাধ্য করতেন। মুম্বাই পুলিশ অভিযোগটি খতিয়ে দেখবে।"
তবে কঙ্গনার দাবি, মুম্বাই পুলিশ যদি তার সাথে মাদকের যোগসূত্র প্রমাণ করতে পারে, তাহলে মু্ম্বাই ছেড়ে চলে যাবেন তিনি। টুইটারে তিনি লেখেন, "মুম্বাই পুলিশ এবং অনিল দেশমুখের নির্দেশ মেনে নেব আমি। আমার ডাক্তারি পরীক্ষা করা হোক। খতিয়ে দেখা হোক কল রেকর্ডসও। তাতে যদি কোনো মাদক পাচারকারীর সাথে আমার সংযোগ রয়েছে বলে ধরা পড়ে, তাহলে ভুল স্বীকার করে নেব আমি। চিরকালের মতো মুম্বই ছেড়ে চলে যাব। আপনাদের সাথে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।"
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্তে মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন কঙ্গনা। সম্প্রতি মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি এবং কংগ্রেসের জোট সরকারের বিরুদ্ধেও তোপ দাগতে শুরু করেন তিনি। মহা আঘাডি জোট সরকারের আমলে মুম্বাই পাক অধিকৃত কাশ্মীরে পরিণত হয়েছে এবং সেখানে থাকতে তিনি ভয় পাচ্ছেন বলেও সম্প্রতি মন্তব্য করেন কঙ্গনা। সূত্র: ইউএনবি