বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বদলে গেল কুবির দুই হলের নাম

  • সংবাদদাতা, কুবি   
  • ২১ নভেম্বর, ২০২৪ ২০:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ ও শেখ হাসিনা হলের নাম বদলে ‘সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে। এছাড়া নতুন ক্যাম্পাসের ছাত্র হল-১ এর নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আব্দুল কাইয়ুমের নামে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে নতুন একটি হলের নামকারণ করা হয়েছে ‘শহিদ আব্দুল কাইয়ুম হল।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে।

এছাড়া নতুন ক্যাম্পাসের ছাত্র হল-১ এর নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আব্দুল কাইয়ুমের নামে।

প্রসঙ্গত, কুবি শিক্ষার্থী আব্দুল কাইয়ুম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী গণঅভুত্থানে ‘লং মার্চ টু ঢাকা’ কার্যক্রমে অংশগ্রহণকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে সাভার এনাম মেডিকেলে চিৎিসাধীন অবস্থায় মারা হন। এছাড়া গত ৪ নভেম্বর শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে 'বিপ্লবী সুনীতি-শান্তি হল' নামকরণ করার জন্য হলটির প্রাধ্যক্ষ বরাবর আবেদন করেছিল ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো খবর