সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেড আন্দোলন কর্মসূচির আওতায় দ্বিতীয় দিনের মতো বুধবার গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে জবি শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে শুরু হয়ে গুলিস্তান হয়ে জিরো পয়েন্ট অবরোধ করে অবস্থান নেয়।
অবরোধের ফলে জিরো পয়েন্ট ও পল্টন মোড়কে কেন্দ্র করে চারপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিরো পয়েন্টে আসার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। ঢাবি শিক্ষার্থীরা অবরোধ করে রাখার কারণে তিন ঘণ্টা ধরে পুরান ঢাকার সব রাস্তা, সচিবালয়ের রাস্তা, পল্টন মোড়- সব অচল হয়ে আছে।
বিকেল ৪টা ২০ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড়ে এলে ঢাবি শিক্ষার্থীরা সচিবালয় মোড়ের দিকে চলে যান। এ সময় নারী শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমেও অবস্থান কর্মসূচি বহাল রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না।’