বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউজিসির ইনোভেশন শোকেসিংয়ে চ্যাম্পিয়ন জবি

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:০৮

এ কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী আইডিয়ার শিরোনাম ছিল “স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে পয়েন্ট অবসেল (পিওএস) মেশিন ব্যবহার করে আরএফআইডি কার্ড ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা”।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ইনোভেশন শোকেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শ্রেষ্ঠ উদ্ভাবনীমূলক আইডিয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের টিমটি এ গৌরব অর্জন করে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অডিটোরিয়ামে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপি “ওয়ার্কশপ অন ইনোভেশন শোকেইসিং অফ দ্যা পাবলিক ইউনিভার্সিটিস এজ পার্ট অফ ইনকমপ্লিটিশন অব ইগভার্নেস এন্ড ইনোভেশন ওয়ার্ক প্লেইস ২০২৩-২৪” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সারা বাংলাদেশ থেকে ৫২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাদের বিভিন্ন উদ্ভাবনীমূলক আইডিয়া নিয়ে অংশগ্রহণ করে।

এ কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী আইডিয়ার শিরোনাম ছিল “স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে পয়েন্ট অবসেল (পিওএস) মেশিন ব্যবহার করে আরএফআইডি কার্ড ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা”।

কর্মশালায় শ্রেষ্ঠ উদ্ভাবনীমূলক আইডিয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যৌথভাবে প্রথম রানার-আপ নির্বাচিত হয় এবং একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানার-আপ হিসেবে নির্বাচিত হয়।

কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই-গভর্নেন্স এন্ড ইনোভেশন ফোকাল পয়েন্ট এবং কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ। ইনোভেটর হিসেবে ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী মো. মাহাদি হাসান, নিশাত মাহমুদ এবং মো. ওয়ালিউল ইসলাম রায়হান।

বিশ্বিবদ্যালয়ের টিমের প্রকল্পটি নিয়ে জানতে চাইলে জুলফিকার মাহমুদ জানান, একটি আরএফআইডি কার্ড ভিত্তিক ই-টিকিটিং সিস্টেম যা ডিজিটাল ওয়ালেট, মোবাইল ব্যাংকিং এবং জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে গণপরিবহন পরিষেবা প্রদান করে থাকে। এর লক্ষ্য হলো বাসভাড়া এবং বিদ্যমান ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে গণপরিবহন ব্যবস্থার সমস্যাগুলো সমাধান করা। এটি জিপিএস অবস্থানের উপর ভিত্তি করে বাস ভাড়া নির্ধারণ করে, যা যাত্রীরা ডিজিটাল মাধ্যমে পরিশোধ করতে পারেন।

চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক ফোকাল পয়েন্ট ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদের নেতৃত্বে চ্যাম্পিয়ন দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ বিভাগের আরো খবর