বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিইউএফটি’তে অনুষ্ঠিত হলো টেক্সটাইল হ্যাক ২০২৫: প্রোটোটাইপ বাজার

  •    
  • ১৪ জুলাই, ২০২৫ ১০:৩৩

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে টেক্সটাইল হ্যাক ২০২৫: প্রোটোটাইপ বাজার। ১৩ জুলাই ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই আয়োজনের মূল লক্ষ্য ছিল টেক্সটাইল খাতে উদ্ভাবনকে উৎসাহিত করা এবং শিল্প ও শিক্ষার মধ্যে সহযোগিতা জোরদার করা। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী দলগুলো তাদের সৃজনশীল ও টেকসই সমাধানসমূহ লাইভ প্রোটোটাইপ প্রদর্শন ও পিচ সেশনের মাধ্যমে উপস্থাপন করে।

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কারস্টেন্স। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোঃ মশিউল আজম সজল, বিইউএফটি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটি’র ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসাইন, ডিবিএল এর প্রধান সাসটেইনেবিলিটি অফিসার মোহাম্মদ জাহিদুল্লাহ, ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুর রহমান, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সোহেল আনোয়ার অপু, বিইউএফটি’র ফ্যাশন স্টাডিজ বিভাগের প্রধান শর্মিলী সরকার এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো তাদের উদ্ভাবনী ধারণা বিচারকদের সামনে উপস্থাপন করে, যার পরপরই অনুষ্ঠিত হয় প্রোটোটাইপ মার্কেটপ্লেস ও নেটওয়ার্কিং সেশন। এতে চ্যাম্পিয়ন হয় শান্ত-মারিয়াম বিশবিদ্যালয়ের গ্রীন ওয়েভ, রানার আপ রংপুর টেক্সটাইন ইঞ্জিনিয়ারিং কলেজের ফেব-বোর্ড এবং দর্শক মতামতের ভিত্তিতে বিইউএফটি’র ফেভ ৫ পুরস্কার লাভ করে। এই উদ্যোগের মাধ্যমে বিইউএফটি তার অঙ্গীকার, বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে টেকসই উন্নয়ন ও তরুণ উদ্ভাবকদের বিকাশে কার্যকর ভূমিকা পালন করে।

এ বিভাগের আরো খবর