সারা দেশে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়।
শনিবার সন্ধ্যায় পরীক্ষা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান। এ ব্যাপারে তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী রোববার যথাসময়ে পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে সাত কলেজ কর্তৃপক্ষ। হরতালের কারণে এখনও পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে।
রোববারের পরীক্ষা স্থগিত হবে কি না- প্রশ্নের জবাবে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ‘পূর্বনির্ধারিত সময় অনুযায়ী কাল (রোববার) অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষের এবং স্নাতকোত্তর শ্রেণির ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এখনও পরীক্ষা স্থগিত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা তো চাইলেই পরীক্ষা স্থগিত করতে পারি না।’
হরতালের মাঝে শিক্ষক-শিক্ষার্থীরা যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়, তাহলে এর দায়ভার কে নেবে?- জবাবে তিনি বলেন, ‘হরতালের বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়কে আপডেট জানিয়েছি। এখন পর্যন্ত তারা পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোনো কিছু জানায়নি। তাই এখন পর্যন্ত পরীক্ষা হবে, অর্থাৎ আগের সিদ্ধান্তই বলবৎ রয়েছে। তবে যদি পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত আসে, সেটি সবাই দেখতে পারবে।’
সাত কলেজের রোববারের পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল ও মেসেজ করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।