ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসদের সংগঠন সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস)- এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফরিদা হাকিম ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহাদি হাসান।
গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব লন্ডনে অ্যাট্রিয়াম ব্যানকুয়েটিং হলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নাজির আহমেদ ও মাসুদ চৌধুরী ২০২৩-২৪ বর্ষের জন্য এই কমিটি ঘোষণা করেন। নির্বাচন কমিটির অন্য সদস্যরা হলেন তাজ শাহ ও মিতালী জাকারিয়া।
কমিটিতে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি জাহির আসাজ, তাহমিনা কবীর, শাহ মিসবাহুর রহমান এবং মোহাম্মদ নুরুল গাফফার। যুগ্ম সম্পাদক সুবের আখতার, মুহম্মদ গনি উল্লাহ। সাংগঠনিক সম্পাদক ইমরুল শেখ। কোষাধ্যক্ষ মুনসাত চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ কাহার চৌধুরী।
শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রায়হান আহমেদ, প্রেস ও প্রচার সম্পাদক ফজলে ইলাহী, সংস্কৃতি ও কমিউনিটি এফেয়ার্স সম্পাদক জেসমিন আক্তার। গভর্নিং বডির সদস্য হয়েছেনএহসানুল হক, ড. সোনিয়া জামান খান, সাব্বির আহমেদ, আব্দুলহালিম সরকার, এম এ শাফি, মো: সালাহউদ্দিন এবং ফেরদৌসী কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সম্মানসূচক প্যাট্রন জাজ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্ট ক্রিমিনাল ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
নবনির্বাচিত সভাপতি ফরিদা হাকিম বলেন, আমরা আমাদের নতুন গভর্নিং বডি সদস্যদের স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত এবং আমরা আত্মবিশ্বাসী যে তারা আমাদের সমিতির মূল্যবোধ এবং লক্ষ্যগুলিকে সমুন্নত রাখতে অক্লান্ত পরিশ্রম করবে।
সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হলো আমাদের সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আইনে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করা এবং নিযুক্ত করা।
প্রেস ও প্রচার সম্পাদক ফজলে ইলাহী বলেন, সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস-এর সদস্যদের স্বার্থরক্ষায় এবং যুক্তরাজ্যে বাংলাদেশি আইনি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত। এর নতুন গভর্নিং বডি সমিতির একটি উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য আশাবাদী।
বার্ষিক সাধারণ সভায় সোসাইটির বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল গাফফার সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ জেসমিন আক্তার কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন।
এছাড়াও সংগঠনের সাংবিধানিক বিষয়ে কিছু সংশোধন আনা হয় যা উপস্থিত সদস্যের বিপুল ভোটে পাস হয়। সদ্য বিদায়ী সভাপতি দেওয়ান মেহেদী সংগঠনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পর্বটি মডারেট করেন সংগঠনের প্যাট্রন জাজ বেলায়েত হোসেন।
সংগঠনের অব্যাহত উন্নয়নে অবদান রাখার জন্য মাসুদ চৌধুরী, নাজির আহমেদ, চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, হেলাল মিয়া, মো. আবুল কালাম চৌধুরী ও ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা প্রদর্শন করা হয় ।
উল্লেখ্য, সংগঠনটির অভিষেক ১৫ বছর আগে ইংল্যান্ড ও ওয়েলস-এর দি ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড ফিলিসপস-এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।