শিক্ষকদের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা বলে মনে করে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
শিক্ষকদের ওপর হামলার বিষয়ে বুধবার বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিৃবতিতে তিনি বলেন, ‘শিক্ষকদের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা। আমরা যদি শিক্ষকদের সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হই, তাহলে শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে।’
বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন হওয়ার কথাও উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। ইউনিসেফ এসব হামলার নিন্দা জানায় এবং এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। পাশাপাশি আমরা শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাই।'
গত ১৮ জুন নড়াইলে একটি কলেজের অধ্যক্ষকে গলায় জুতার মালা পরিয়ে অপমান করা হয়। এর রেশ কাটতে না কাটতে ঢাকার সাভারে একটি কলেজের শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রই এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।
ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, ‘শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এই কাজটি পালন করার জন্য শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা করতে শেখানো, তাদের পরিপূর্ণ সম্ভাবনা অনুযায়ী ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের কোনো ধরনের ভীতি ছাড়াই শেখাতে সক্ষম হতে হবে।’