বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পারিবারিক নিয়ম চর্চায়’ রাবির ছাত্রী হলে প্রবেশের নতুন সময়

  •    
  • ১৩ মে, ২০২২ ১০:২১

শিক্ষার্থীরা বলছেন, ছাত্র-ছাত্রীদের হলে প্রবেশের সময় নিয়ে বৈষম্য থাকা উচিত নয়। বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য জানিয়েছেন, পারিবারিক শৃঙ্খলার চর্চা ক্যাম্পাসে বজায় রাখতে অভিভাবকদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের আবাসিক হলে রাতে প্রবেশের নতুন সময়সীমা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। রাত ৯টা থেকে কমিয়ে সেটি করা হয়েছে রাত সাড়ে ৮টা।

হল প্রাধ্যক্ষরা মিটিং করে গত ৯ মে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয়, রাত সাড়ে ৮টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশ করতে হবে। এর আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৭টা, যা নিয়ে ছাত্রীদের আন্দোলনের পর তা রাত ৯টা করা হয়েছিল।

তবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রদের হলে প্রবেশের কোনো সময়সীমা নেই।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন শিক্ষার্থীদের অনেকেই। তারা বলছেন, ছাত্র-ছাত্রীদের হলে প্রবেশের সময় নিয়ে এমন বৈষম্য থাকা উচিত নয়। বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য জানিয়েছেন, পারিবারিক শৃঙ্খলার চর্চা ক্যাম্পাসে বজায় রাখতে অভিভাবকদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের ছাত্রীরা সান্ধ্য আইন বাতিলের দাবিতে আন্দোলন করে। সে সময়ে ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা ছিল সন্ধ্যা ৭টা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সান্ধ্য আইন ‘শিথিল’ করে হলে প্রবেশের শেষ সময় করা হয় রাত ৯টা।

কোনো ছাত্রীর কাজ থাকলে নির্ধারিত সময়ের পরেও হলে প্রবেশ করতে পারবে- এমনটাও জানিয়েছিল রাবি কর্তৃপক্ষ।

তবে গত ৯ মে এই সময়সীমা আধাঘণ্টা কমিয়ে দিয়েছে সব হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কঙ্গনা সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তচর্চার জায়গায় এমন কোনো ধরনের আইন থাকা উচিত নয়। কারণ এখানে ছেলে-মেয়েদের সমান অধিকার থাকা উচিত। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাজ করা উচিত। সেটি না করে তারা বরং ছাত্রীদের ওপর অন্যায় নিয়ম আরোপ করছে। এসব আইন জেলখানার কয়েদিদের আইনের মতো।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জান্নাত রীতা বলেন, ‘একই ক্যাম্পাসে ছেলে-মেয়ে সবার সমান অধিকার থাকা উচিত। এমন একমুখী আইন আমি সমর্থন করি না।

‘এর আগে আন্দোলনের ফলে সময় রাত ৯টা পর্যন্ত ছিল। এখন হুট করে আবার সেটি কমিয়ে সাড়ে ৮টা কেন করা হলো? এর মানে হলো যে প্রশাসন চাইলে যেকোনো ধরনের নিয়ম তারা পরিবর্তন করতে পারে। এসব হয়রানিমূলক কোনো নিয়ম থাকা উচিত নয়।’

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, ‘আবাসিক হলের সময়সীমার বিষয়ে আসলে ছাত্রীদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। তবে হলে প্রবেশের সময়সীমা আরও বাড়ানো দরকার।’

তবে নতুন বিজ্ঞপ্তিটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, ভুলে তা নোটিশ আকারে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রীদের আবাসিক হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ফেরদৌসী মহল।

হলে প্রবেশের সান্ধ্য আইন বাতিলের দাবিতে ২০২১ সালের নভেম্বরে আন্দোলন করেন ছাত্রীরা। ছবি: নিউজবাংলা

তিনি বলেন, ‘মূলত ওটা কোনো বিজ্ঞপ্তি নয়। এর আগে আমরা মেয়েদের ৬টি হলের প্রাধ্যক্ষরা বসেছিলাম যে ছুটির পর এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া যায় কি না। এ নিয়ে আমরা ছুটির পর হলের মেয়েদের সঙ্গেও কথা বলব এমনটাই বলা হয়েছিল প্রভোস্টদের। কিন্তু ভুলক্রমে এক হলের প্রভোস্ট নোটিশ আকারে দিয়ে দিয়েছেন।

‘আগামীতে সব হলের শিক্ষার্থীদের সঙ্গে বসে একটি কার্যকরী সিদ্ধান্ত নেয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘সান্ধ্য আইন হিসেবে ওইভাবে মানুষের ওপর চাপায়ে দিতে চাই না আমরা। প্রত্যেকটা ছেলে-মেয়ের নিরাপত্তার বিষয়টা সবার আগে। এখন হাজার ব্যবস্থাও যদি আমরা করি তার মধ্যেও অনেক কিছুই ঘটতে পারে।

‘ছেলে-মেয়ের বাবা-মাও যেমন করে চায় যে একটা সময় পর্যন্ত বাইরে থেকে তারা লেখাপড়ায় ব্যস্ত হোক। আমরাও স্বাভাবিক অর্থে সেইটাই চাচ্ছি। সাধারণত সাড়ে আটটার ভেতরে আমরা আমাদের বাইরের কাজগুলো শেষ করি। লাইব্রেরি বন্ধ হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়। তখন আমরা যদি পড়ার টেবিলে ফিরতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

‘তাই বলে আমরা তাদের শৃঙ্খলিত করব এমনটা না। স্বাধীনতার যুগে কাউকে শৃঙ্খলিত করা কেউই পছন্দ করবে না। আমরা চাই নিয়মের ভেতরেই জীবনটা গড়ে নিতে।’

ছেলেদের হলে প্রবেশের নির্ধারিত সময় নাই, অথচ মেয়েদের সময়সীমা কেন নির্ধারণ করা হলো?

এ প্রশ্নে উপ-উপাচার্য বলেন, ‘এটি এখন স্বাভাবিক প্রশ্ন, সবাই করতে পারে। কিন্তু এর পরিপ্রেক্ষিতটাও আমি একটু ভাবতে অনুরোধ করব। বাবা-মায়ের চাইতে তো দুনিয়াতে প্রিয় মানুষ কেউ নেই। একটা বাবা-মাকেও যদি ভাবতে বলি তারা কী বলবেন সেটাও ভাবতে হবে। তারা আমাদের কাছে ছেলে-মেয়েদের পাঠিয়ে যে উদ্বিগ্ন থাকেন, আল্লাহ না করুক ছেলে-মেয়েদের যদি একটু কিছু হয় ওই বিষয়টা তো আমরা কোনোভাবেই এক শ ভাগ নিশ্চিত করতে পারি না।

‘ছেলে-মেয়েরা কে কোথায় যাচ্ছে সেটা তো বলতে পারি না। আমরা বাবা-মায়েদের কথা ভেবে, অনেক বাবা-মায়ের সঙ্গে আমাদের কথাও হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গেও কথা হয়েছে।’

জরুরি পরিস্থিতি বা প্রয়োজনে সময়সীমার বিষয়টা বিবেচনা করা হবে জানিয়ে উপ-উপাচার্য সুলতান বলেন, ‘কারও জরুরি প্রয়োজন হলে কেউ এতটা অমানবিক হবে না যে জরুরি বিষয়টা বুঝবে না। সেদিকটাও অবশ্যই বিবেচনায় থাকবে। এটি শৃঙ্খলিত করা নয়। পারিবারিকভাবেও আমরা যেমন নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকি এখানেও সেটা।’

এটাকে বিশ্ববিদ্যালয়ের আইন নয়, পারিবারিক নিয়ম বলে আখ্যা দিয়েছেন তিনি। বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এমন নিয়ম চলে আসছে। এটি তো আইন নয়, এটি পারিবারিক নিয়ম। নানা দিক বিবেচনা করে প্রতিষ্ঠার পর থেকেই চলছে। এটা পারিবারিক নিয়ম-কানুনের মতো করেই চালু ছিল, যখন আমরা ৭৮ সালে ছাত্র ছিলাম, তখনও।’

তবে এই পারিবারিক নিয়ম কেবল ছাত্রীদের জন্যই কেন? জানতে চাইলে তিনি জানান, মেয়েদের নিয়েই অভিভাবকরা বেশি চিন্তিত থাকেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ও ছাত্রীদের হলে ফেরার সময় নিয়ে ‘পারিবারিক নিয়মটি’ জারি করেছে।

এ বিভাগের আরো খবর