ফ্লুয়েন্ট স্পিকার্স ইন সেভেন ডেইজ, ইন্টারন্যাশনাল লিডারশিপ অ্যান্ড টিচার্স ট্রেনিং সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করেছে স্বল্প সময়ে ইংরেজিতে অনর্গল কথা বলার দক্ষতা অর্জনে সহায়ক প্রতিষ্ঠান এলটিডিইজেড।
রাজধানীর মৌচাকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সম্প্রতি এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। বিশেষ অতিথি ছিলেন মডেল ও নবাগত নায়িকা প্রিয়মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলটিডিইজেডের প্রতিষ্ঠাতা শাহরিয়ার ইমন শাইমন। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন আরিফা বারী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এত ছোট ছোট বাচ্চারা যে দারুণভাবে ইংরেজিতে কথা বলতে পারছে, সেটি অকল্পনীয়। আরেকটি বিষয় লক্ষণীয়। ছেলেমেয়েরা খুবই স্বল্প সময়ে এই দক্ষতা অর্জন করেছে, যা বিস্ময়কর।’
আগামী দিনের তারকাদের শুভ কামনা জানান বাংলাদেশ ক্রিকেটের একসময়ের পোস্টার বয়।
ওই সময় তিনি এলটিডিইজেডের সফলতা কামনা করেন।
নবাগত নায়িকা ও মডেল প্রিয়মনি বলেন, ‘এই প্রতিষ্ঠানের শিশুরাই একেকজন শিক্ষক। এদের সঙ্গে আমিও ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস পেয়েছি। কারণ এখানকার ভুলের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণের পদ্ধতি খুবই কার্যকর।
‘ইতোমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে এই প্রতিষ্ঠানের সুনাম আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে।’
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার ইমন শাইমন বলেন, ‘আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের নেতৃত্ব ও ইংরেজিতে অতি স্বল্প সময়ে দক্ষ করে গড়ে তোলা।
‘এই প্রতিষ্ঠানে মাত্র দেড় বছরে ৪ হাজারের বেশি ফ্লুয়েন্ট স্পিকার তৈরি করতে সক্ষম হয়েছি। মূলত এমটিপি, অর্থাৎ মোটিভেশনাল, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল—এই তিনটি মেথডে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় আমরা শতভাগ সফলতা পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এমনকি ৭ দিনের ৫০ ঘণ্টার স্পিকিং ফ্লুয়েন্সি ট্রেইনিং করলেই একজন বেসিক লেভেল থেকেও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, যদি তারা আন্তরিক থাকে।’
এলটিডিইজেডের চেয়ারপারসন আরিফা বারী বলেন, ‘আমরা শুধু ইংরেজিতেই দক্ষ করে গড়ে তুলি না; বরং ডিবেটিং, টিচিং, পাবলিক স্পিকিংসহ আন্তর্জাতিক মানের নানা দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছি।
‘আমাদের উদ্দেশ্য আমাদের দেশ থেকে দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা যাতে করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নেতৃত্ব দিতে পারে।’