দুধ ও মদ সম্পর্কিত বহুল প্রচলিত কৌতুক ফেসবুকে শেয়ার করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার চেয়েছে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।
সংসদটির দপ্তর সম্পাদক আদনান আজিজ চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে অধ্যাপকের বরুদ্ধে মামলা করার প্রতিবাদ জানানো হয়।
সংসদটির নেতারা বলছেন, ‘কথার জবাব হবে কথায়। যে কথা বা লেখার মাধ্যমে কোনো ব্যক্তি বা সমষ্টি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তাকে আইনের আওতায় নিয়ে আসা ফ্যাসিবাদী রাষ্ট্রের নিপীড়ক ক্ষমতার পরিধিকেই বাড়িয়ে তোলে। অধ্যাপক শেখ হাফিজুর রহমান এই স্বৈরাচারবান্ধব আইনের হয়রানিমূলক প্রয়োগেরই শিকার হয়েছেন।’
মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে বলা বিজ্ঞপ্তিতে হয়, ‘ব্যক্তিমানুষের ধর্মীয় অনুভূতির পাহারাদারি করা আইনের কাজ নয়। এটিকে রাষ্ট্রের নিপীড়ক ক্ষমতার সঙ্গে মিলিয়ে এই ধরনের আইনি পদক্ষেপ কেবলমাত্র নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতাকে আরও বেশি সঙ্কুচিত করারই কাজে লাগছে।’
বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল এবং এর যেকোন প্রয়োগের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানায়।