গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইমরুল কায়েসকে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলে দুই মেয়াদে চার বছর প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।
ড. কায়েস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি (সম্মান) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস (উদ্যানতত্ত্ব) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া চীনের ন্যানজিং অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ফ্রুট ক্রপ জিনোমিক্স-এ পিএইচডি ডিগ্রি অর্জনসহ বিভিন্ন পেশাগত সংগঠনের সঙ্গে রয়েছেন।
তিনি বর্তমানে বাংলাদেশ উদ্যানতত্ত্ব বিজ্ঞান সমিতির দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ গাজীপুর জেলা শাখার লাইব্রেরি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ১৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। দেশি ও বিদেশি জার্নালে তার ৫০টিরও অধিক গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে।
ড. কায়েস গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।