বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রদের দাবি মেনেছে সরকার, পরীক্ষা হবে ৭ কলেজে

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:০২

নীলক্ষেত মোড় ও সাইন্সল্যাব মোড় অবরোধ করে কলেজগুলোর শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভার্চুয়াল সভা শেষে এ সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে হল বন্ধ রাখা হবে।

নীলক্ষেত মোড় ও সাইন্সল্যাব মোড় অবরোধ করে কলেজগুলোর শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভার্চুয়াল সভা শেষে এ সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।

সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও যুক্ত হন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষরা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে। শর্ত দুটি হল: পরীক্ষা চলাকালীন সময়ে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শিক্ষামন্ত্রণালয় থেকে পরীক্ষা চালু রাখার ঘোষণা দেয়ার পর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ের অবস্থান নেয়া থেকে সরে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। এ সময় উচ্ছ্বাসে মেতে ওঠে তারা।

গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে সাত দফা ছুটি বাড়ানো হয়েছে। সব শেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

এর প্রেক্ষিতে সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর হল আগামী ১৭ মে থেকে খুলে দেয়া হচ্ছে। ক্লাস শুরু হবে ২৪ মে। বিশ্ববিদ্যালয় চালুর আগে সব শিক্ষার্থীদেরকে করোনার টিকা দেয়া হবে।

শিক্ষামন্ত্রীর এমন নির্দেশনার পর মঙ্গলবার সাত কলেজের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএস মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিনের বৈঠকে বসেন। বৈঠকে সাত কলেজের সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়।

পরীক্ষা চালুর দাবিতে কাফনের কাপড় পরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী। ছবি: সাইফুল ইসলাম

এদিন সন্ধ্যায়ই এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নীলক্ষেত মোড়ে এসে সমাবেশ করে সাত কলেজের শিক্ষার্থীরা। রাতে চলে যাওয়ার পর বুধবার সকাল থেকে ফের অবস্থান নেয় তারা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে আন্দোলনকারীদের সংখ্যা। দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীদের একটি অংশ। তারা জানান, পরীক্ষা চালু রাখার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না।

পরীক্ষা চালুর রাখার দাবিতে অনশনে বসেন একজন শিক্ষার্থী। কয়েক জন নামেন কাফনের কাপড় পরে। এ সময় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের হটিয়ে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সায়েন্সল্যাব মোড়ে জলকামান নিয়ে আসে পুলিশ। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অভিযানে যাননি তারা। বরং পুলিশ সদস্যদের হাতে ফুল তুলে দেন আন্দোলনকারীরা।

নীলক্ষেত ও সায়েন্সল্যাবে আন্দোলনের মধ্যেই দুপুর একটায় সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠকে বসে শিক্ষামন্ত্রণালয়। প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে সাত কলেজে পরীক্ষা চালু রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিভাগের আরো খবর