এইচএসসির ফলাফল ঘোষণার পর ভর্তি কার্যক্রমে পুরোনো আমেজ ফিরে পেয়েছে সাদার্ন ইউনিভার্সিটি। টিউশন ফি কম হওয়ায় এবং সামর্থ্যের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণের অপার সম্ভাবনার কারণে শিক্ষার্থীরা বেছে নিচ্ছেন এই বিশ্ববিদালয়কে।
এ ছাড়া মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য শতভাগ পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ থাকায় আগ্রহীরা ভিড় জমাচ্ছেন ক্যাম্পাসে। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় এবং পরিবহন সুবিধা থাকার কারণে শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ সাদার্ন।
করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত বন্ধে রেকর্ডসংখ্যক অনলাইন ক্লাস পরিচালনা করে কৃতিত্ব দেখিয়েছে সাদার্ন ইউনিভার্সিটি। ৯টি বিভাগে ১৫টি প্রোগ্রামের ৯৪২টি বিষয়ে এক সেমিস্টারে প্রায় ৩৬ হাজার ৭৩৮ ঘণ্টা ক্লাস নিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক মনোবল বাড়াতে বিভিন্ন ধরনের পরামর্শমূলক আলোচনা নিয়মিত অনলাইনে আয়োজন করা হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার মানোন্নয়নে আমরা আন্তরিক। শিক্ষার মানোন্নয়নের জন্য কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ। যেমন: ভালো শিক্ষক, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, গবেষণার সুযোগ, অরাজনৈতিক স্থিতিশীল পরিবেশ সবোর্পরি গুণগত শিক্ষা নিশ্চিতকরণে যা করণীয় তা অবশ্যই মেনে চলতে হবে।’
তিনি আরও বলেন, সাদার্ন ইউনিভার্সিটি সব সময় যুগোপযোগী শিক্ষায় বিশ্বাসী। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও এখানে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়।
কর্মশালা, সেমিনার, ইন্টার্নশিপ, সিম্পোজিয়ামসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে এই ইউনিভার্সিটি। সহশিক্ষা কার্যক্রমেও সাদার্ন এগিয়ে।
উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান জানান, সাদার্ন ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানসম্পন্ন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের আন্তর্জাতিক মানদণ্ড অর্জন করেছে এ বিশ্ববিদ্যালয়।
ইউজিসির ৪৬তম বার্ষিক প্রতিবেদনে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য এক জন করে শিক্ষক থাকতে হয়। সাদার্ন ইউনিভার্সিটি এই অনুপাত বজায় রাখতে সক্ষম হয়েছে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে
ব্যবসায় প্রশাসন অনুষদ: বিবিএ, এমবিএ হোটেল ম্যানেজমেন্ট
কলা অনুষদ: ইংরেজি, ইসলামিক স্টাডিজ
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), কম্পিউটার সায়েন্স, ফার্মাসি
আইন অনুষদ: এলএলবি, এলএলএম।
বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (অ্যাডমিশন অফিস), ৭৩৯/এ মেহেদিবাগ রোড, চট্টগ্রাম এবং স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগর যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করুন ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭ নম্বরে।
এ ছাড়া ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য জানা যাবে।