ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সংগঠন ভয়েজ অব বিজনেস (ভিওবি) আয়োজন করেছে জাতীয় পর্যায়ের ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘আইপিডিসি ফাইন্যান্স প্রেজেন্টস ব্র্যান্ড্রিল ২০২০’। এবারের ব্র্যান্ড্রিল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি।
২০০৭ সালে ভয়েস অফ বিজনেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে শিক্ষা অনুষদে যাত্রা শুরু করে। সংগঠনটি প্রকাশনা ও বিজনেস ক্লাব হিসেবে পরিচিত।
শিক্ষার্থীদের ব্যবসায়িক বিষয়াবলীর প্রতি লেখালেখির আগ্রহের সূত্রপাত ঘটানো থেকে শুরু করে কর্পোরেট জগৎ সম্পর্কে সুষ্ঠু ধারণা দিতে ভিওবি কাজ করে।
আয়োজকদের পক্ষে নুসরাত জাহান লাবণ্য নিউজবাংলাকে জানান, একটি ব্র্যান্ডের প্রচারণা কার্যক্রম সহজ কাজ নয়, এটি করতে প্রয়োজন সঠিক স্ট্র্যাটেজি ও পরিকল্পনা। আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের এ বিষয়ক জ্ঞানের যাচাই করারই এক অভিনব কর্মসূচি ছিল এই ব্র্যান্ডিং প্রতিযোগিতা।
প্রতিযোগীরা তিনটি ধাপে লড়াই ও একটি কর্মশালায় অংশ নেয়। ৫ নভেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে ব্র্যান্ডিং প্রতিযোগিতাটির ফাইনাল আয়োজন।
ফাইনাল পর্বে আট দলের লড়াইয়ের পর নির্ধারিত হয় 'ব্র্যান্ড্রিল ২০২০' এর বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে 'টিম এনএসওয়াই, প্রথম রানার আপ— ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'টিম এক্সট্রা ডিল' ও দ্বিতীয় রানার আপ দল— নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে 'টিম আনডিস্পিউটেড'।
বিজয়ী, প্রথম ও দ্বিতীয় রানার আপ দল পেয়েছে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা।
এছাড়া নগদ ও বাংলালিংকে ইন্টার্নশিপ প্রোগ্রামে বিশেষ সুযোগ পেয়েছে বিজয়ীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন।