বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাতীয় আর্থিক সাক্ষরতা অভিযান জোরদার করছে বিএসইসি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২০ অক্টোবর, ২০২৫ ২১:৫৪

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম জোরদার করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতা সম্প্রসারণের মাধ্যমে বিনিয়োগকারীদের শিক্ষিত এবং সচেতন করতে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে।

দেশব্যাপী এই সচেতনতামূলক কর্মসূচিগুলোকে ত্বরান্বিত করার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে পুঁজিবাজার সচেতনতা এবং বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সকল জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে অনুরোধ করেছে।

এই অনুরোধের পরিপ্রেক্ষিতে, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা ৮ অক্টোবর একটি নির্দেশনা জারি করে সকল জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

চিঠিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে সকল জেলা তথ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর অনুলিপি সারাদেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সকল জেলা ও উপজেলা প্রশাসনকে শিক্ষামূলক রিসোর্স, ইভেন্ট সমন্বয়, এজেন্ডা অন্তর্ভুক্তি, প্রচারমূলক উদ্যোগ এবং তথ্য কেন্দ্রবিন্দু সংযুক্ত করতে সহযোগিতা প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে।

বিএসইসি বিশ্বাস করে, এই পদক্ষেপগুলো দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা এবং পুঁজিবাজার সচেতনতা সৃষ্টি কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।

কমিশন আশা করছে, সকল অংশীদারের অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীরা শিক্ষিত ও সচেতন হয়ে দেশের পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, বিএসইসির আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে সম্প্রতি কমিশন তার বিনিয়োগ শিক্ষা ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক জাতীয় তথ্য পোর্টালে সংযুক্ত করেছে।

এ বিভাগের আরো খবর