বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্যান্ডামার্টের পাঁচ বছর পূর্তিতে অক্টোবরজুড়ে বিভিন্ন ছাড় ও উপহার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ অক্টোবর, ২০২৫ ১৮:৫০

পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অক্টোবর মাসজুড়ে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ফুডপ্যান্ডার অনলাইন গ্রোসারি ডেলিভারি সেবা প্যান্ডামার্ট। মাসব্যাপী এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে ডেইলি ফ্ল্যাশসেল, মূল্যছাড়, অ্যানিভার্সারি গিফট বক্স ও বিশেষ ভাউচার।

মাসব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় ডিলনাও (DEALNAO) কোড ব্যবহার করে নির্দিষ্ট অর্ডারে ১৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। শুধু তাই-নয় ২০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্যান্ডামার্ট থেকে নির্দিষ্ট মূল্যসীমার উপর পণ্য অর্ডার করলেই মিলবে অ্যানিভার্সারি গিফট বক্স। সীমিত এই উপহার প্রতিদিন ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে। এছাড়া অনলাইন পেমেন্টেও বিশেষ ভাউচার পাবেন ক্রেতারা।

ক্যাম্পেইন উপলক্ষে ফুডপ্যান্ডার কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “বিগত কয়েক বছরে প্যান্ডামার্ট ধারাবাহিকভাবে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বস্ত অনলাইন গ্রোসারি ও লাইফস্টাইল ডেলিভারি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমরা এখন গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় পণ্য সরবরাহে গুরুত্ব দিচ্ছি। পাঁচ বছর পূর্তির এই অর্জন আমাদের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন। আমাদের এই যাত্রার সঙ্গী হওয়ার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

প্যান্ডামার্টের পাঁচ বছর পূর্তির মাসব্যাপী এই ক্যাম্পেইনে পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি ও ডমেক্স টয়লেট ক্লিনার।

ফুডপ্যান্ডা সম্পর্কে:

ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১০টি বাজারে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.foodpanda.com

এ বিভাগের আরো খবর