বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা চট্টগ্রামের অন্যতম প্রধান এলাকা জিইসি ও আগ্রাবাদে উদ্বোধন করেছে তাদের ২৫ এবং ২৬ তম স্টোর।
গ্রাহকদের ‘চিজি হ্যাপিনেস’-এর সুযোগ দিতে উক্ত দুই এলাকায় ২৬ ডিসেম্বর, ২০২৩ ডোমিনোজ পিৎজা আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে। আন্তর্জাতিক মানের ডোমিনোজ পিৎজার এই নতুন দুটি রেস্টুরেন্ট জিইসি ও আগ্রাবাদবাসীরা সাদরে গ্রহণ করেছে।
বাংলাদেশে ডোমিনোজ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বারপ্রান্তে।
জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৌমিল মেহতা বলেন, ‘চট্টগ্রামে আমাদের নতুন রেস্টুরেন্টের জমকালো উদ্বোধন ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। ঢাকা বিভাগের বাইরে এটি আমাদের প্রথম পদক্ষেপ।
‘ডোমিনোজ পিৎজা বাংলাদেশে চালু হওয়ার পর থেকে চট্টগ্রামের গ্রাহকরা বন্দর নগরীতে রেস্টুরেন্ট খোলার জন্য আমাদের অনুরোধ করে আসছেন। চট্টগ্রাম থেকে আমরা যে আগ্রহ দেখেছি তাতে আমরা সবসময় অভিভূত হয়েছি এবং এখন আমরা আনন্দিত যে আমরা একসঙ্গে দুটি রেস্টুরেন্ট খুলে তাদের ইচ্ছা পূরণ করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সিগনেচার ফ্লেভার এবং ব্যতিক্রমী সেবা আরও বেশি লোকের কাছে নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত এবং আমরা চট্টগ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়ার অপেক্ষায় রয়েছি।’
ডোমিনোজ পিৎজা চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি, পাঠানটুলি, আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, মনসুরাবাদ, খুলশী, নাসিরাবাদ, উত্তর লাল খান, দামপাড়া, দক্ষিণ খুলশী, পশ্চিম নাসিরাবাদ, মুরাদপুর এবং আরও অনেক জায়গায় হট পিৎজা সরবরাহ করবে।
গুগল প্লে স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। এ ছাড়া ওয়েবসাইট থেকে সরাসরি অথবা 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাবে।