বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার গৃহঋণ দিচ্ছে পদ্মা ব্যাংক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ অক্টোবর, ২০২২ ১৮:৪৭

দেশের বাইরে কর্মজীবী যে কেউ এই সুবিধার আওতায় পড়বেন। দামের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেবে পদ্মা ব্যাংক লিমিটেড। যার পরিমাণ হবে সর্বোচ্চ ২ কোটি টাকা।

স্বপ্নের বাড়ি তৈরিতে গ্রাহকের আয়ের সঙ্গে সমন্বয় করে চার ধরনের গৃহঋণ সুবিধা নিয়ে এসেছে পদ্মা ব্যাংক। এই ঋণ সুবিধার মধ্য দিয়ে স্বপ্নের বাড়ি বানানো কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে অর্থ আর বাধা হবে না বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানিয়েছে ব্যাংকটি।

ঋণ সেবাগুলোর মধ্যে আছে গ্রামীণ গৃহঋণ, আধা-পাকা বাড়ি এবং অ্যাপার্টমেন্ট কেনা বা বাড়ি বানানোর নিয়মিত ঋণ। এছাড়া অ্যাপার্টমেন্ট বা বাড়ি আধুনিকায়নেও ঋণ দেবে ব্যাংকটি। আর রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে থাকছে প্রবাসী গৃহঋণ অথবা এনআরবি হোম লোন সেবা।

দেশের বাইরে কর্মজীবী যে কেউ এই সুবিধার আওতায় পড়বেন। দামের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেবে পদ্মা ব্যাংক লিমিটেড। যার পরিমাণ হবে সর্বোচ্চ ২ কোটি টাকা।

গ্রামীণ গৃহঋণে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক। দেশের যেকোনো জায়গা থেকে পাওয়া যাবে এই ঋণ সুবিধা।

আধাপাকা প্রপার্টি ফাইন্যান্সিং সেবাও চালু করেছে পদ্মা ব্যাংক। এক্ষেত্রে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা মিলবে। বাসা বাড়ি আধুনিকায়নের জন্যও মিলবে ঋণ।

২১ থেকে ৬৫ বছর পর্যন্ত যে কেউ এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। অবশ্য শর্ত হচ্ছে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্তত দুই থেকে তিন বছর। আয়ের উৎস অনুযায়ী ঋণ পরিশোধ সীমা ২৫ থেকে ৫০ হাজার টাকা। সময় দেবে সর্বোচ্চ ২৫ বছর।

এ প্রসঙ্গে পদ্মা ব্যাংকের হেড অফ রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং রকিবুল হাসান চৌধুরী বলেন, ‘গ্রাহকদের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকায়ন করা হচ্ছে পদ্মা ব্যাংকের বিভিন্ন পরিষেবা। ইতোমধ্যে আমরা অটো লোন ও স্টুডেন্ট ব্যাংকিং সেবা চালু করেছি। গ্রাহকদের কাছ থেকে আশানুরূপ সাড়াও পেয়েছি।’

তারই ধারবাহিকতায় নতুন করে গৃহঋণ চালু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, ‘যাতে করে গ্রাহকরা নিশ্চিন্তে সুখের আবাসে বসতি গড়তে পারেন। শুধু রাজধানীতে নয় দেশের যেকোনো প্রান্তের মানুষের স্বপ্নের বাড়ি বানাতে পাশে পাবে পদ্মা ব্যাংককে।’

ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জাবেদ আমিন বলেন, ‘বাড়তি আকর্ষণ প্রবাসী গৃহঋণ। সাধ ও সাধ্যের মধ্যে যারা সমন্বয় করতে পারেন না, নিজের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে এই ঋণ তাদের বড় অবলম্বন হবে বলে আমি আশা করি। এছাড়া অন্যান্য গৃহঋণ সেবাও আকর্ষণীয় হারে দিচ্ছি আমরা।’

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার দিকে আগ্রহী হয়ে উঠেছেন। তাই গ্রাহকদের চাহিদার জোগান দিতেই নানা ধরনের আকর্ষণীয় সব সেবা চালু করছে পদ্মা ব্যাংক লিমিটেড। যা আগামীতে ঋণের ক্ষেত্রে বাড়তি মাত্রা যোগ করবে আশা করছে প্রতিষ্ঠানটি।

এ বিভাগের আরো খবর