নতুন দুই মডেলের মেকানিক্যাল কিবোর্ড এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কিবোর্ড দুটির মডেল হলো- কেএমজিরোটু এবং কেএমজিরোথ্রি।
এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, নতুন কেএমজিরোটু এবং কেএমজিরোথ্রি মডেলের মেকানিক্যাল কিবোর্ডের দাম যথাক্রমে ২ হাজার ৫০ এবং ২ হাজার ২৫০ টাকা। ই-প্লাজা থেকে কেনার ক্ষেত্রে এই দুই মডেলের দাম পড়বে ১ হাজার ৭৪২ এবং ১ হাজার ৯১২ টাকা।
এ ছাড়া নতুন-পুরাতন মিলিয়ে আরও অন্তত ৩০ মডেলের কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো রয়েছে ওয়ালটনের। এগুলোর দাম ২৭৫ টাকা থেকে ২ হাজার ৩৫০ টাকার মধ্যে।
সব মডেলের কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো বিশেষ মূল্যছাড়ে ই-প্লাজা থেকে কিনতে পারছেন গ্রাহক।
কেএমজিরোটু এবং কেএমজিরোথ্রি মডেলের মেকানিক্যাল কিবোর্ড এসেছে ব্ল্যাক এবং গ্রে রঙে। কিবোর্ডের নেট ওজন ৬৫০ গ্রাম। প্রতিটি কিবোর্ডে রয়েছে ১০৪টি কি বা বাটন। যার মধ্যে ২৫টি কি এন্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসাথে প্রেস করে কমান্ড করা যাবে।
নানান রঙের ব্যাকলাইট থাকায় ওয়ালটনের মেকানিক্যাল কিবোর্ড দেখতে অত্যন্ত সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই এই কিবোর্ডের বাটন লাইফ ৫০ মিলিয়ন বা ৫ কোটি।
এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার ক্যাবল ইত্যাদি।
ওয়ালটন কিবোর্ডে গ্রাহকরা ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন।