প্রায় ৫৭৭ টন মাল্টাসহ ৬২ লট পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
বৃহস্পতিবার এই নিলাম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের নিলাম পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স কে এম করপোরেশনের ব্যবস্থাপক (নিলাম) মোহাম্মদ মোরশেদ বৃহস্পতিবার দুপুরে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রাম কাস্টমসের নিলাম একটি নিয়মিত কাজ। প্রতি মাসেই দুই বা তিনটি নিলাম আহ্বান করা হয়। চলমান শাটডাউনের মধ্যেও নিলাম চলছে। এবারের নিলামে দ্রুত পচনশীল পণ্য বেশি রাখা হয়েছে। এসব পণ্য বন্দরে পড়ে থাকলে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াবে। পাশাপাশি বন্দরের জায়গাও দখল করে রাখে। তাই সরকারি রাজস্ব বৃদ্ধি ও বন্দরের কনটেইনারের জট কমাতেই নিলাম প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।
বেসরকারি ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, বুধবার ছিল এই নিলামের দরপত্র বিক্রির শেষ দিন। চট্টগ্রাম ও ঢাকায় মোট দরপত্র বিক্রি হয়েছে ১৩৩টি। এর মধ্যে চট্টগ্রামে ১০০টি এবং ঢাকায় ৩৩টি বিক্রি হয়েছে।
এই নিলামের শুরুতে ৫৬টি লট রাখা হলেও পরে সংশোধন করে আরো ৮টি লট যুক্ত করা হয়। এর মধ্যে আবার দুটি লট স্থগিত করা হয়। তাই ৬২টি লটের পণ্যের নিলাম হচ্ছে।
মাল্টার পাশাপাশি এই নিলামে আরও যেসব পণ্য আছে সেগুলো হলো সালফিউরিক অ্যাসিড, প্লাস্টিক হ্যাঙ্গার, ওয়াশিং কেমিক্যাল, মেটাল ফ্রেম, খালি প্লাস্টিকের বোতল, সিকিউরিটি ট্যাগ, বাচ্চাদের ডায়াপার, এরেক্স ব্র্যান্ডের পুরুষদের জুতা, টেক্সটাইল কেমিক্যাল, ক্যাবল টাই, প্লাস্টিক বোর্ড ইত্যাদি।