বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদ মার্কেটে অপোর এফ-১৯ প্রো, কিনলে ধামাকা অফার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ মে, ২০২১ ২২:১৮

৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে। এটি দিয়ে যেকোনো আলোতে চমৎকার সব ছবি ক্যাপচার করা যাবে। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জার। মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে ৩.২ ঘণ্টা কথা বলা যাবে অনায়াসে।

ঈদে আপনজনের সঙ্গে মুহূর্তগুলো আরও আনন্দময় করতে অপো নিয়ে এসেছে জনপ্রিয় এফ১৯ প্রো এর ঈদ সংস্করণ।

শাওয়াল মাসের চাঁদের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বাজারে ক্রিস্টাল সিলভার কালারের ফোনটি নিয়ে আসে অপো। এর রেনো গ্লো ইফেক্ট ফোনের পেছনে ব্যবহারকারীর আঙুলের ছাপ পড়তে দেয় না।

এর দুর্দান্ত ডিজাইন ও পারফরমেন্স ব্যবহারকারীকে দেবে নতুন অভিজ্ঞতা। স্বজনদের সাথে ঈদের আমেজকে আরও বাড়িয়ে দেবে।

ফোনটির এআই কালার পোর্ট্রেটে ভিডিও মোডের সঙ্গে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও ফিচার। এটি মনোক্রমে ব্যাকগ্রাউন্ড প্রদর্শনের সময় ন্যাচারাল কালারে সাবজেক্ট ম্যাটার ঠিক রাখে।

ব্যবহারকারী একই সঙ্গে ফোনটির রিয়্যার এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারবেন। পুরো ক্যামেরা দুই ভাগে ভাগ হয়ে একাংশে ফ্রন্ট এবং অন্য অংশে রিয়্যার ক্যামেরায় ভিডিও দেখা যাবে।

তা ছাড়া অন্যান্য অপো ফোনের মতো এর রয়েছে শক্তিশালী ক্যামেরা সেগমেন্ট। আছে পুরো কোয়াড ক্যামেরা সেট-আপ। এর ক্যামেরাগুলোর মধ্যে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা।

৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে। এটি দিয়ে যেকোনো আলোতে চমৎকার সব ছবি ক্যাপচার করা যাবে।

৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জার। মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে ৩.২ ঘণ্টা কথা বলা যাবে অনায়াসে।

৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির ওজন মাত্র ১৭২ গ্রাম এবং পুরত্ব ৭.৮ মিলিমিটার। সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ। তাই নিজের মতো করে এইচডি কোয়ালিটির ভিডিও কনটেন্ট উপভোগ করা যাবে।

মিডিয়া টেক হেলিও পি-৯৫ প্রসেসরের ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। শক্তিশালী পারফরমেন্সের কারণে ব্যবহারকারী নির্বিঘ্নে পাবজিসহ যেকোনো গেম খেলতে পারবেন।

কালারওএস ১১.১ ইউজার ইন্টারফেস সমর্থিত ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। ফোনটির বাজারমূল্য ধরা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা।

তাই দুর্দান্ত ক্যামেরা, ডুয়েল ভিউ ভিডিও ফিচার. পারফরমেন্স, ডিজাইন, স্টাইলিশ কালার ও ডিজাইনের কারণে এই ঈদে ফোনটি আপনার বা আপনার প্রিয়জনকে দেয়ার জন্য হতে পারে ‘বেস্ট অপশন’।

তা ছাড়া ঈদের ধামাকা অফার উপলক্ষে ফোনটি কিনলে ভাগ্যবান বিজয়ী গিজার মোটরবাইক, ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা ডাটা বান্ডেল অফার পেতে পারেন। ভাগ্য ভালো থাকলে আরেকটি এফ১৯ প্রো জেতারও সুযোগ রয়েছে।

বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে ভিজিট করতে পারেন।

এ বিভাগের আরো খবর