জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) শীর্ষক জরিপ ও প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্যাংক এশিয়া ডব্লিউএসবিআই এসডিজি এ্যাওয়ার্ড-২০২৫ পুরষ্কার লাভ করেছে। ওয়ার্ল্ড সেভিংস এ্যাণ্ড রিটেইল ব্যাংকিং ইনষ্টিটিউট (ডব্লিউএসবিআই) পরিচালিত প্রতিযোগিতায় অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও সামাজিক প্রভাব, অর্থনৈতিক সমৃদ্ধি ও ক্ষমতায়ন, ডিজিটাল পরিবর্তন ও প্রযুক্তিগত উদ্ভাবন, জলবায়ু অর্থায়ন, এবং গ্রাহক শিক্ষা ক্যাটিগরিতে অংশ নিয়ে সব ক’টিতে ব্যাংক এশিয়া এ পুরষ্কার জিতে নেয়।গত ১৫ অক্টোবর, ২০২৫, ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত এক সভায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান জনাব রোমো রউফ চৌধুরী ডব্লিউএসবিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব পিটার সিমন-এর হাত থেকে এ পুরষ্কার গ্রহণ করেন। ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চ্যানেল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ব্যাংক এশিয়া ডব্লিউএসবিআই-ইএসবিজি এসডিজি ডাটা সার্ভে-২০২৫ এবং ডব্লিউএসবিআই-ইএসবিজি এসডিজি এ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশ্বব্যাপী সদস্য ব্যাংকগুলো কর্তৃক গৃহিত টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সামাজিক পরিবর্তনমুখী কার্যক্রম যে প্রভাব সৃষ্টি করে তার স্বীকৃতি দিতেই আন্তর্জাতিক সংস্থাটি চলতি বছর (২০২৫) থেকে এ প্রতিযোগিতার আয়োজন শুরু করেছে। একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংক এশিয়ার নিরন্তর প্রচেষ্টা এবং এর ফলে ব্যক্তি ও সমাজে সত্যিকারার্থে যে ইতিবাচক পরিবর্তন সূচিত হচ্ছে এ আন্তর্জাতিক পুরষ্কার তার স্বীকৃতি দিয়েছে।
ওয়াশিংটন ডিসি-তে ব্যাংক এশিয়ার আন্তর্জাতিক পুরষ্কার অর্জন
এ বিভাগের আরো খবর/p>