দেশে যাত্রা শুরু হয়েছে ‘বালি আর্কেড’ নামে নতুন একটি সুপার মলের।
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণকেন্দ্র চকবাজারের সিরাজুদ্দৌলা সড়কে গড়ে উঠেছে ১৪ তলা কমপ্লেক্সটি।
শেঠ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান শেঠ প্রপার্টিজ লিমিটেড ব্যবসা, শপিং ও বিনোদনের পরিপূর্ণ আয়োজন নিয়ে এই কমপ্লেক্সটি নির্মাণ করে।
গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সবচেয়ে বড় সুপার মল ‘বালি আর্কেড’ উদ্বোধন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
মলটি উদ্বোধন করেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলায়মান আলম শেঠ। এ সময় আরও উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের সিইও ও পরিচালক মো. আফতাব আলম শেঠ, পরিচালক মো. নুরুল আলম শেঠ, পরিচালক (হিসাব) ওয়াহিদুল আলম শেঠ, পরিচালক অপারেশন টুলু-উশ্-শামস্, পরিচালক মো. মাশহুর আলম শেঠ, মো. উজায়ের আলম শেঠ, সারিস্ত বিনতে নুর, উমায়ের আলম শেঠ ও অভিনেত্রী জয়া আহসান।
কী আছে সুপার মলে
মলটিতে রয়েছে দুইটি বেইজমেন্টে কার পার্কিং সুবিধা, তিনটি সিনেপ্লেক্স, দুইটি ফুড কোর্ট, কনভেনশন হলসহ সর্বমোট ২৬০টি শপ, শোরুম ও ডিসপ্লে সেন্টার। এ ছাড়া নির্মিত এই প্রকল্পে রয়েছে ৩০ হাজার বর্গফুটের দেশের অন্যতম বৃহৎ অ্যামিউজমেন্ট পার্ক ও বন্দর নগরী চট্টগ্রামের প্রথম ও সর্ববৃহৎ অভিজাত শ্রেণির ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন ক্যাসাব্লাংকা।
শেঠ প্রপার্টিজ লিমিটেড জানায়, বিশ্বমানের সুপারমল বালি আর্কেডে আরও রয়েছে আন্তর্জাতিক মানের আলাদা কুইজিন বেইজ ফুড কোর্ট, স্বতন্ত্র লেডিস জোন। সেখানে ক্রেতা-বিক্রেতা সবাই থাকবেন নারী।
এ ছাড়া রয়েছে বিভিন্ন ব্র্যান্ডশপ-সংবলিত মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, কসমেটিক জোন, জেন্টস ব্র্যান্ডশপ, লাইফস্টাইল, পার্লারসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিষ্ঠান।
পুরো শপিং মলটিই ফ্রি ওয়াইফাইয়ের আওতাভুক্ত রেখেছে কর্তৃপক্ষ। বিজ্ঞাপনসহ বিভিন্ন ভিডিও কনটেন্ট প্রদর্শনের জন্য শপিং মলের সামনে স্থাপন করা হয়েছে দুটি বড় জায়ান্ট সিনেস্ক্রিন।
উদ্বোধন অনুষ্ঠানে শেঠ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ সোলায়মান আলম শেঠ জানান, বালি আর্কেডের উদ্বোধন উপলক্ষে ২৭ মার্চ থেকে প্রতিদিন ফানুস ওড়ানোর কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। পুরো চকবাজারে আলোকসজ্জার পাশাপাশি আতশবাজির আয়োজন রাখা হয় অনুষ্ঠানে।
তিনি আরও বলেন, উদ্বোধনের আগে পুরো বালি আর্কেড পর্দা দিয়ে ঢাকা ছিল। দীর্ঘদিন ধরে নান্দনিক এই বাণিজ্যিক কমপ্লেক্সটি নির্মাণে প্রকৌশলী, কর্মচারী ও যেসব শ্রমিক তাদের শ্রম-ঘাম দিয়েছেন, সেই শ্রমিকরা সম্মিলিতভাবে বালি আর্কেডের উদ্বোধন করেন।
উদ্বোধনের দিন ছাড়াও পুরো রমজান মাসে নানা আনুষ্ঠানিকতায় বালি আর্কেডে দেশখ্যাত তারকাদের প্রতিনিয়ত অংশগ্রহণ থাকবে।
রমজানে বালি আর্কেড থেকে শপিং করলেই সব ক্রেতা পাবেন বিশেষ উপহার।
চকবাজার তেলিপাঠি মোড় থেকে দক্ষিণে টাক শাহ মিয়ার মাজার ও পশ্চিমে কেয়ারীসহ সব এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।