বিভিন্ন বয়সী নারীদের শারীরিক মানসিক নির্যাতনের গল্প নিয়ে নির্মাণ হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ণাঋ। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোহাম্মাদ আরাফাতুর রহমান।
স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সিনেমাটি দেখা যাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেল ৫টায় সিনেমাটির প্রিমিয়ার হবে জাতীয় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি অডিটরিয়ামে।
বিজ্ঞিপ্তিতে আরও জানানো হয়, ২৬ মিনিট ৪৫ সেকেন্ডের সিনেমাটিতে কোনো সংলাপ নেই।
সিনেমাটি মূলত ৮টি ভিন্ন দৃশ্যের মন্তাজ, যেখানে দৃশ্যের চরিত্র বা ঘটনাগুলির মধ্যে কাহিনিগত কোন সম্পর্ক নাই। তবে সবগুলি দৃশ্যেই উপমহাদেশীয় নারীর প্রতিমূর্তি বিদ্যমান বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সিনেমাটির মূল বক্তব্যে জানানো হয়, উপমহাদেশের সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর সত্য ঘটনা থেকে অনুপ্রানীত হয়ে নির্মিত হয়েছে ণাঋ। সিনেমাটি নারীর স্বাধীনতা, নিরাপত্তা এবং অধিকারের একটি প্রতিচ্ছবি, যা যুগ যুগ ধরে সমাজে আবর্তমান নারী চরিত্রগুলির মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।
সমাজের বিভিন্ন অবস্থানে থাকা এমন পাঁচটি ভিন্ন নারী চরিত্রের মন্তাজ এ প্রতীকী ভাষা।