লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়ে র্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ৩০শে সেপ্টেম্বর রাতে র্যাম্পে হেঁটে আরও একবার মুগ্ধতা ছড়ালেন তিনি। মনীষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরে র্যাম্পে হেঁটেছেন তিনি। সেখানে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। প্যারিস ফ্যাশন উইকের শো’র ব্যাকস্টেজে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজুর। তিনি ঐশ্বরিয়াকে বলেছেন, আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই। এমনকি সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি। ক্যাপশনে লেখেন, আমাদের হৃদয়ের রানি। স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার। এখনো গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে। এ ছাড়া ওই ভিডিওতে তিনি অভিনেত্রীকে বলেন, আপনাকে সামনাসামনি দেখা আমার স্বপ্ন ছিল। আপনি যেমন ভালো অভিনেত্রী, ততটাই দুর্দান্ত একজন নৃত্যশিল্পী, মানুষ- সব দিক থেকেই অনন্য। তখন ঐশ্বরিয়া বলেন, আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর। আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইলো, আপনাদের দু’জনের জন্য অগাধ ভালোবাসা। কথা শেষে নিজের লিপস্টিক তুলে দিয়ে বলেন, তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো। প্রসঙ্গত, প্যারিস ফ্যাশন উইকে লরিয়ালের প্রতিনিধি হিসেবে মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি বিশেষ শেরওয়ানি পরে হেঁটেছেন ঐশ্বরিয়া। এই শেরওয়ানিটি ছিল ভীষণ জমকালো। এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ (হাতের গয়না) এবং পেছনে নবরত্ন হারের ঝলক।
মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া রাই
এ বিভাগের আরো খবর/p>