বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যে আয়োজন থাকছে ফ্যাব ফেস্টে

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২২ ১৭:৪১

‘বাংলাদেশি সিনেমা অ্যাট আ ক্রস রোড: হাউ রিফর্ম ক্যান প্রোপেল আস’ শীর্ষক আলোচনা হবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। নূর সাফা জুলহাজের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক, এমপি, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, কামার আহমাদ সাইমন, পিপলু আর খান এবং ব্যারিস্টার মঈন গণি।

বড় পরিসরে কনটেন্ট, বিশেষ করে সিনেমা কিংবা ভিস্যুয়াল শিল্পের নীতিমালা ‘রিফর্ম’ করা, বাংলা কনটেন্টের সম্ভাবনার সময়কে ‘রিডিফাইন’ করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিয়েটিভ সামিট ফ্যাব ফেস্ট।

ক্রিয়েটিভ ইকোনমি বা ক্রিয়েটিভ সেকশনে বিনিয়োগের জন্য ভালো পরিবেশে তৈরির প্রত্যয় নিয়ে এক হতে যাচ্ছেন প্রডিউসার, ফিল্মমেকার, কনটেন্ট ক্রিয়েটর, আর্টিস্ট, রাইটার, সিনেমাটোগ্রাফার কিংবা দৃশ্য-সংস্কৃতির অংশীজন, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী।

ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশ (ফ্যাব) নামের সংগঠনের আয়োজনে শুক্রবার বাংলা একাডেমিতে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হচ্ছে ফ্যাব ফেস্টের আনুষ্ঠানিকতা।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো অনুষ্ঠান সূচি অনুযায়ী জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে আয়োজন। আরমীন মুসাসহ ৬ জন সংগীতশিল্পী পরিবেশনা করবেন এতে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, চলচ্চিত্র পরিচালক মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম এবং লেখক, প্রযোজক ও ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক ফরিদুর রেজা সাগর।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন জাকীয়া বারী মম। ১০টা ১৫ মিনিটে স্বাগত বক্তব্য দেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। দেখানো হবে ফ্যাবের থিমেটিক ফিল্ম রিফর্ম।

‘বাংলাদেশি সিনেমা অ্যাট আ ক্রস রোড: হাউ রিফর্ম ক্যান প্রোপেল আস’ শীর্ষক আলোচনা হবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। নূর সাফা জুলহাজের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক, এমপি, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, কামার আহমাদ সাইমন, পিপলু আর খান এবং ব্যারিস্টার মঈন গণি।

সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে ‘গোয়িং ওয়াইল্ড গোয়িং জেনার’ শীর্ষক আলোচনা। এতে প্যানেলিস্ট হিসেবে থাকবেন অভিনেতা ইরেশ যাকের, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী, নুহাশ হুমায়ূন, মোহাম্মদ তৌকীর ইসলাম। এটি সঞ্চালনা করবেন নির্মাতা তানিম নূর ও সাংবাদিক, স্ক্রিপ্ট রাইটার সাদিয়া খালিদ ঋতী।

মানজারে হাসিন মুরাদ, শবনম ফেরদৌসী, হুমায়রা বিলকিস এবং এলিজাবেথ ডি’কস্তা আলোচনা করবেন ‘বাংলাদেশী ডকুমেন্টারিস: রিভাইভ, রি-ইনভেন্ট, রিগেইন’ শীর্ষক বিষয় নিয়ে। এটি অনুষ্ঠিত হবে সাড়ে ১২টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত। আলোচনার মডারেটরের দায়িত্ব পালন করবেন তারেক আহমেদ বুলবুল।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর আয়োজন শুরু হবে ২টা ১৫ মিনিট থেকে। ‘হাউ পরাণ অ্যান্ড হাওয়া ব্রট ডাউন দ্য হাউজ’ বিষয়ে কেস স্টাডিতে অংশ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি (ফিল্ম) ড. জাহাঙ্গীর আলম, প্রযোজক খোরশেদ আলম খসরু, প্রযোজক ও হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদ, প্রযোজক এশা ইউসুফ, নির্মাতা রায়হান রাফি এবং নির্বাহী প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস। অমিতাভ রেজা চৌধুরী আয়োজনটি সঞ্চালনা করবেন।

৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘স্টে লোকাল, গো গ্লোবাল’ শীর্ষক আলোচনা। প্রযোজক সারা আফরীনের সঞ্চালনায় এতে প্যানেলিস্ট হিসেবে থাকবেন নির্মাতা রেজওয়ান শাহরীয়ার সুমিত, আবু শাহেদ ইমন, আরিফুর রহমান, আদনান ইমতিয়াজ আহমেদ।

গাউসুল আলম শাওনের সঞ্চালনায় ৪টা ১৫ থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত হবে ‘কনটেন্ট অ্যাজ কারেন্সি’ শীর্ষক আলোচনা। এতে থাকবেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, ৭১ টিভির এমডি মোজাম্মেল বাবু, এইচএসবিসি এর সিইও মাহবুবুর রহমান, স্টার সিনেপ্লেক্সের এমডি মাহবুব রহমান, চরকির পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, টফি অ্যাপের ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ, অভিনেতা রওনক হাসান, নির্মাতা আশফাক নিপুন।

আয়োজনে ট্রিবিউট দেয়া হবে গুড্ডি সিনেমাকে। ৫টা ১৫ থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ অনুষ্ঠানে থাকবেন গুড্ডি সিনেমার পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকি, সিনেমাটির অভিনেতা রাইসুল ইসলাম আসাদ এবং অভিনেত্রী নায়লা আজাদ।

সন্ধ্যা ৬টায় সমাপনী বক্তব্য দেবেন তারিক আনাম খান। এরপর প্রদর্শন করা হবে কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমাটি। সাড়ে ৮টায় শুরু হবে কনসার্ট।

এ আয়োজনে অংশ নেবেন, শুভেন্দু দাস শুভ, অনিমেষ রায়, বগা তালেব, রুবায়েত রেহমান, মিথুন চাকরা, শায়ন্তন মাংসাং।

এ বিভাগের আরো খবর