বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোশাররফ নয় এবার ‘হুব্বা’ পরিচালকের নতুন সিনেমায় চঞ্চল

  • বিনোদন ডেস্ক   
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৯

মোশাররফ করিমের ‘হুব্বা’ সিনেমার পর এবার নতুন সিনেমায় নাম লিখতে চলেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসুর নতুন সিনেমা ‘শেকড়’-এ। পরিচালক চঞ্চল চৌধুরীকে এ সিনেমায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সেপ্টেম্বরে বেনারসে ‘শেকড়’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর টানা বোলপুরে ও কলকাতায় শুটিং হবে। ২০২৬ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

‘হুব্বা’তে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। তবে এবার নতুন সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরী বলে জানিয়েছেন নির্মাতা।

একটি সূত্র জানায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘শেকড়’। প্রধান চরিত্রে রয়েছেন সীমা বিশ্বাস ও লোকনাথ দে। আর এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী।

‘শেকড়’ সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও থাকছেন পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসুয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়, আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণ গোস্বামীকে। এ ছাড়া আরও দেখা যাবে রাজনৈতিক নেতা কুণাল ঘোষ। ‘কর্পূর’-এর পর কুণালের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘শেকড়’।

‘শেকড়’ সিনেমাটির প্রযোজনায় রয়েছেন ফিরদৌসুল হাসান। এতে সংগীত পরিচালনায় থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুটি গ্রামের এক বৃদ্ধ ও বৃদ্ধার চরিত্র ঘিরে এগিয়ে যাবে গল্প। যে দুটি চরিত্রে লোকনাথ ও সীমাকে পাওয়া যাবে। এ সিনেমাতেও কুণাল রাজনীতিকের চরিত্রে। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে, তার ছেলের ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী এবং ছেলের বউয়ের চরিত্রে থাকবেন পৌলমী।

‘শেকড়’ সিনেমা প্রসঙ্গে পরিচালক ব্রাত্য বসু বলেন, আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ‘চিরন্তন’ ও ‘আমি’— এই গল্প দুটি ২০২৫ সালে নিয়ে এসেছি। চিত্রনাট্য আমি লিখেছি। সংলাপ লেখায় সাহায্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। বিভূতিভূষণের লেখায় অসম্ভব মানবিক আবেদন থাকে।

তিনি বলেন, আমার মনে হয়েছে— এই যে সামাজিক চিৎকার চলছে, সেটা মানুষের আত্মাকে কোথাও ক্ষইয়ে দিচ্ছে। শিল্পের মাধ্যমে যদি এই আত্মার পুনর্জীবন করতে হয়, তাহলে চিরন্তন মানবিকতার কাছেই আমাদের ফিরে যেতে হবে।

এ বিভাগের আরো খবর