বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী রণবীর কাপুর ও আলিয়া ভাট। দাম্পত্যের আড়াই মাস যেতে না যেতেই আনন্দের খবর দিলেন আলিয়া। সোমবার সকালে মা হওয়ার সুখবর জানালেন অভিনেত্রী।
আলিয়া ভাট তার ইনস্টাগ্রামে জানান, তিনি মা হতে চলেছেন। একটি ছবি শেয়ার করে আলিয়া লেখেন ‘আমাদের সন্তান আসছে’।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে নভেম্বরেই ‘রালিয়া’র কোলজুড়ে আসবে নতুন অতিথি।
এমন খবরে উচ্ছ্বসিত আলিয়ার মা সোনি রাজদান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে সোনি বলেছেন, ‘আমাদের খুশির অন্ত নেই। বলা যায় খুশির সপ্তম স্বর্গে আছি আমি। মা-বাবা হতে চলা আলিয়া-রণবীরের জন্য যেমন আনন্দ হচ্ছে, তেমন খুশি গোটা পরিবারের জন্য। সন্তান হওয়া বা একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার থেকে খুশির, আনন্দের, আত্মতৃপ্তির খবর আর কীই-বা হতে পারে।’
এরই মধ্যে ‘রালিয়া’কে শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহর, ঋদ্ধিমা কাপুর সাহানি, মৌনি রায়, রাকুলপ্রীত সিং, টাইগার শ্রফরা।
১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। মুম্বাইয়ে রণবীর কাপুরের বাড়িতে বিয়ের আয়োজন হয় ঘরোয়াভাবে। তার কয়েক দিন পরেই কাজে ফেরেন দুজন। হানিমুনটাও হয়নি তাদের। এর মধ্যেই এলো খুশির খবর।
মুক্তির অপেক্ষায় আছে রণবীরের শমশেরা। অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র সিনেমায় একসঙ্গে দেখা যাবে আলিয়া-রণবীরকে। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।