বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাজার কোটি বাজেটে প্রিয়াংকা-মহেশের নতুন সিনেমা

  • বিনোদন ডেস্ক   
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৫

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলির ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর সাফলের পর পরবর্তী সিনেমা ‘এসএসএমবি ২৯’ নিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এর কারণ এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবং মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। এ দুই সিনেমা ইন্ডাস্ট্রির তারকা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

ইতোমধ্যে এ সিনেমার মহরত শেষে কেনিয়ায় একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। গত এপ্রিল মাসে শুরু হওয়া শুটিংয়ে আফ্রিকার জনপ্রিয় লোকেশন যেমন- মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।

শুটিংয়ের এ সময়ে পরিচালক এসএস রাজামৌলি দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদির সঙ্গে। তিনি নিজেই সামাজিক মাধ্যমে সিনেমার টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন এবং জানিয়েছেন- ‘এসএসএমবি ২৯’ সিনেমাটি ১২০ দেশে মুক্তি পাবে।

শোনা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ দুটি পর্বে মুক্তি পাবে। তবে এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

কেনিয়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা, যা এশিয়ার সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় বাজেটের সিনেমা।

এ বিভাগের আরো খবর