বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এলো রণবীর-আলিয়া জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেইলার

  •    
  • ১৫ জুন, ২০২২ ১৮:১৮

ট্রেইলারে ত্রিশূল হাতে একটি চরিত্রকে দেখা গেছে। তার মুখ স্পষ্ট না হলেও চেহারা দেখে অনেকেই অনুমান করছেন সেই ব্যক্তি শাহরুখ খান। কারণ আগে এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন যে ব্রহ্মাস্ত্রতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে।

বলিউডের বহুল আলোচিত তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির বহুলপ্রতীক্ষিত প্রথম সিনেমা ব্রহ্মাস্ত্রর ট্রেইলার প্রকাশ হয়েছে।

২০১৭ সালে প্রথম শোনা যায় এই সিনেমার নাম। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার প্রকাশ পেল পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট ব্রহ্মাস্ত্র।

চোখ ধাঁধানো ট্রেইলারে নজর কেড়েছে দর্শকের। ট্রেইলার প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ব্রহ্মাস্ত্রর ফুটেজ ও ছবি।

২ মিনিট ৫৫ সেকেন্ডের ট্রেইলারে টানটান থ্রিলার, অ্যাকশন-গ্রাফিক্সে ভরপুর ব্রহ্মাস্ত্র।

ব্রহ্মাস্ত্রতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর। এতে তার চরিত্রের নাম শিবা। যিনি পৌরাণিক হিরো, যার অন্তর্নিহিত শক্তির উৎস দেবকুল। ঘটনাচক্রে তার দেখা হয় আলিয়ার সঙ্গে। যার চরিত্রের নাম ইশা।

ট্রেইলারে শুরুতেই অমিতাভ বচ্চনের কণ্ঠ এক অন্যমাত্রা যোগ করেছে। সিনেমায় অমিতাভকে দেখা যাবে শিবার মেন্টর হিসেবে।

এ ছাড়া মৌনী রায় ও নাগার্জুনের উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। এতে দুজনেই খল চরিত্রে অভিনয় করেছেন। যাদের লক্ষ্য বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষাকবচ ব্রহ্মাস্ত্রকে হাতিয়ে নেয়া। আর সেখানেই রণে ভঙ্গ দেয় শিবা।

নিজের শক্তি দিয়ে ব্রহ্মাস্ত্র রক্ষার লড়াই করে শিবা, আর সেই লড়াইয়ে তার সারথি ইশা।

ব্রহ্মাস্ত্রর দৃশ্যে রণবীর-আলিয়া। ছবি: সংগৃহীত

ট্রেইলারে ত্রিশূল হাতে একটি চরিত্রকে দেখা গেছে। তার মুখ স্পষ্ট না হলেও চেহারা দেখে অনেকেই অনুমান করছেন সেই ব্যক্তি শাহরুখ খান। কারণ আগে এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন যে ব্রহ্মাস্ত্রতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। তাই নেটিজেনদের অনুমান ট্রেইলারের ওই চরিত্রটি আসলে কিং খান।

তবে ট্রেইলার শেষে প্রশ্ন জাগে মহাজাগতিক আক্রমণ থেকে বিশ্বকে কি রক্ষা করতে পারবেন শিবা? উত্তর মিলবে ৯ সেপ্টেম্বর। কারণ ওইদিন মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র।

এ বিভাগের আরো খবর