বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্রান্সে ৭ দিনে ‘শান’ সিনেমার ১৮টি শো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ মে, ২০২২ ২০:২৮

প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলির দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে।’

রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা শান মুক্তি পেতে যাচ্ছে ফ্রান্সে। ২৭ মে থেকে প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠান ফিলম্যান প্রডাকশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। সেখানে শান ডিস্ট্রিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলির দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের সাড়া বাড়লে পরে শো আরও বাড়ানো হবে।’

শান সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরি। ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম।

সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। এর ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

এ বিভাগের আরো খবর