বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর শুরু হতে আর কয়েক ঘণ্টা। ফ্রান্সের কান শহরের সমুদ্রসৈকতে শুরু হওয়া উৎসবটি চলবে ২৮ মে পর্যন্ত।
করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় এবার যেন প্রাণ ফিরেছে উৎসবে। উৎসবে অংশ নিতে লাগছে না মাস্ক বা টিকা সনদ।
সে কারণে আনন্দটা যেন একটু বেশি কান শহরের অলিগলিতে। অতিথি, সিনেমাপ্রেমীরা মিলে আনন্দে মেতেছেন বিভিন্ন সড়কের অলিগলিতে।
উদ্বোধনের প্রথম দিনে কান ফিল্ম ফেস্টিভ্যালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাওয়া সাংবাদিকেরা পাস সংগ্রহ করেছেন।
ফ্রান্সের সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) হবে উদ্বোধনী প্রদর্শনী। প্রদর্শিত হয় ফ্রেঞ্চ সিনেমা ফাইনাল কাট। তার আগে থাকবে লাল গালিচায় জুরি ও তারকাদের ঝলকানি।