বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিমন্ত্রণ ছাড়া ‘রালিয়া’র বিয়েতে যেন মাছিও ঢুকতে পারবে না!

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ এপ্রিল, ২০২২ ১৫:০১

প্রায় ২০০ নিরাপত্তা রক্ষী থাকছে আয়োজনে। বর-কনের বিশেষ দাবি, নিরাপত্তা রক্ষীদের জানতে হবে ইংরেজি, হতে হবে নম্র-ভদ্র, আর অবশ্যই হতে হবে অধূমপায়ী। হতে হবে বুদ্ধিদীপ্ত, থাকতে হবে কূটনৈতিক জ্ঞান।

বলিউড স্টার রণবীর কাপুর ও আলিয়া ভাটের হাই প্রোফাইল বিয়েতে যেন মাছিও ঢুকতে পারবে না! এতটাই নিরাপত্তা রাখা হয়েছে বিয়ে উপলক্ষ্যে।

দুই পরিবার এবং রণবীর-আলিয়ার কাছের বন্ধুরাই থাকবেন বিয়েতে, এখবর আগেই জানিয়েছেন আলিয়ার সৎ ভাই রাহুল ভাট। এবার তিনি বিয়ের নিরাপত্তা নিয়ে বেশ কিছু তথ্য জানিয়েছেন।

ইন্ডিয়া টুডে-তে দেয়া সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, মাত্র ২৮ জন অতিথি থাকবে বিয়ের অনুষ্ঠানে। তারা মূলত পরিবারের সদস্য।

মুম্বাইয়ের ‘সেরা নিরাপত্তা’ টিম থাকবে রণবীর-আলিয়ার বিয়ের দায়িত্বে। প্রায় ২০০ নিরাপত্তা রক্ষী থাকছে আয়োজনে। বর-কনের বিশেষ দাবি, নিরাপত্তা রক্ষীদের জানতে হবে ইংরেজি, হতে হবে নম্র-ভদ্র, আর অবশ্যই হতে হবে অধূমপায়ী। হতে হবে বুদ্ধিদীপ্ত, থাকতে হবে কূটনৈতিক জ্ঞান।

রাহুল বলেন, ‘আরকে স্টুডিও আর বাস্তু দুই জায়গাতেই রক্ষীরা থাকবে। ড্রোনের ব্যবস্থাও থাকছে, আকাশপথেও হবে নজরদারি হবে’।

পাপারাতজিরা যেন কোনোমতেই বিয়ের অনুষ্ঠানের ছবি তুলতে না পারে সেই জন্য বিয়ের ভেন্যু ঢেকে দেয়া হচ্ছে পর্দা দিয়ে। কাপড় দিয়ে তৈরি বিশেষ স্ক্রিনও থাকছে, যাতে বাইরে থেকে ছবি তোলা না যায়।

রণবীর-আলিয়ার বিয়ের মূল অনুষ্ঠান হবে ১৪ এপ্রিল। রণবীরের বাড়ি ‘বাস্তু’তেই হবে আয়োজন। ১৭ এপ্রিল তাজ প্যালেসে বিয়ের রিসেপশনের আয়োজন করেছেন জুটি।

এ বিভাগের আরো খবর