বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুরো রোজা টিভি পর্দায় থাকবেন মাহি

  •    
  • ৩০ মার্চ, ২০২২ ১৬:০৪

জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মা হচ্ছেন মাহি!’ এমন গুঞ্জন ওঠে। তবে সেটি গুঞ্জন অবস্থাতেই রয়েছে। তবে জানা গেছে মাহি গাজীপুর চৌরাস্তায় একটি রেস্টুরেন্ট দিচ্ছেন। যার নাম দিয়েছেন ‘ফারিশতা’।

ঢাকাই সিনেমার নামকরা অভিনেত্রী মাহিয়া মাহি। অনেকদনি ধরেই নিভৃতে আছেন। রোজার মাসে সেই নিভৃতবাস কাটছে অভিনেত্রীর। কারণ তিনি রমজান মাসের প্রতিদিনই থাকতে পারেন টিভি পর্দায়।

রোজার মাসে ইফতারের কুইক রেসিপির অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে মাহিয়া মাহিকে। রেসিপিগুলো বানিয়ে দেখাবেন সেফ টমি মিয়া।

অনুষ্ঠানটির প্রযোজক আফতাব বিন তমিজ নিউজবাংলাকে জানান, চারটি টেলিভিশনে দেখা যাবে এ কুইক রেসিপি। অনুষ্ঠানটির দৈর্ঘ্য হবে ১২ মিনিট।

বুধবারেও শুটিং চলছে, প্রযোজক আশা করছেন বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে ৩০ পর্বের এ আয়োজন। রাজধানীর কল্যাণপুরে একটি স্পটে চলছে শুটিং।

এর আগে মাহিকে অনলাইনে পোশাক ও ঘরের সাজ-সজ্জার জিনিস বিক্রির ব্যবসা করতে দেখা গেছে। এবার তিনি রেস্টুরেন্ট ব্যবসা করতে যাচ্ছেন। গাজীপুর চৌরাস্তায় রেস্টুরেন্ট দিচ্ছেন তিনি। যার নাম রাখা হয়েছে ‘ফারিশতা’।

নিউজবাংলাকে মাহি বলেন, ‘রেস্টুরেন্টের ইনটেরিয়রের কাজ চলছে। রোজার মধ্যে রেস্টুরেন্টের বাইরে ইফতারের আয়োজন থাকবে। আর এটি চালু হবে চাঁদ রাতে।’

মাহি আরও জানান, তার ভালো লাগে গার্মেন্টস ব্যবসা। তবে এবার রেস্টুরেন্টের ব্যবসা করতে যাচ্ছেন তিনি। বলেন, ‘গার্মেন্টস ব্যবসাটা হচ্ছে না আপাতত, তােই রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে শুরু করছি। পরে কি হয় দেখা যাক।’

জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মা হচ্ছেন মাহি!’ এমন গুঞ্জন ওঠে। তবে সেটি গুঞ্জন অবস্থাতেই রয়েছে।

সম্প্রতি ফেসবুকে নতুন একটি ফ্যান ফেজ খুলেছেন মাহি। ২৮ মার্চ পেজ থেকে আসা লাইভে জানান, শুটিং করছেন তিনি। অফিসার নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন সম্প্রতি।

এ বিভাগের আরো খবর