বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আরআরআর’-এর দুই মাসের রেকর্ড ৩ দিনে ভাঙল ‘কেজিএফ’

  •    
  • ৩০ মার্চ, ২০২২ ১৪:৪০

শুধু তাই নয়, এই বছর মুক্তি পাওয়া ভারতের আরেক আলোচিত সিনেমা পুষ্পার রেকর্ডও ভেঙে দিয়েছে কেজিএফ চ্যাপ্টার টু। গত ৭ ডিসেম্বর প্রকাশ করা হয়েছিল সিনেমাটির ট্রেলার। প্রায় চার মাসে সেটি এ পর্যন্ত দেখা হয়েছে ৬ কোটি ২ লাখের বেশিবার। যা কেজিএফ-এর চেয়ে এখনো কম। 

এই বছরে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা আরআরআর। বাহুবলীর পরিচালক এস এস রাজমৌলির এই সিনেমাটিও ঝড় তুলেছে বক্স অফিসে।

পাঁচ দিন আগে মুক্তি পাওয়া আরআরআর-এর প্রচার-প্রচারণা চলেছে কয়েক মাস ধরে। প্রায় দুই মাস আগে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে সিনেমাটির হিন্দি ভাষার ট্রেলার। ৩০ মার্চ দুপুর পর্যন্ত সেই ট্রেলার দেখা হয়েছে ২ কোটি ১৬ লাখ বারের বেশি। তবে সেই রেকর্ড ভেঙে দিয়েছে কেজিএফ চ্যাপ্টার টু।

প্রায় দুই মাসে আরআরআর-এর যে ভিউ হয়েছে, তিন দিনে তার তিন গুণ বেশি ভিউ হয়েছে কেজিএফ চ্যাপ্টার টুর।

২৭ মার্চ প্রকাশ করা হয়েছে কেজিএফ চ্যাপ্টার টু-এর ট্রেলার। চার দিনের মাথায় হিন্দি ভাষায় ট্রেলারটি এ পর্যন্ত দেখা হয়েছে ৬ কোটি ৩১ লাখের বেশি বার।

শুধু তাই নয়, এই বছর মুক্তি পাওয়া ভারতের আরেক আলোচিত সিনেমা পুষ্পার রেকর্ডও ভেঙে দিয়েছে কেজিএফ চ্যাপ্টার টু। গত ৭ ডিসেম্বর প্রকাশ করা হয়েছিল সিনেমাটির ট্রেলার। প্রায় চার মাসে সেটি এ পর্যন্ত দেখা হয়েছে ৬ কোটি ২ লাখের বেশি বার। যা কেজিএফ-এর চেয়ে এখনো কম।

২০১৮ সালের শেষের দিকে মুক্তি পায় ভারতের দক্ষিণের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির বিগ বাজেটের সিনেমা কেজিএফ চ্যাপ্টার ওয়ান।

মুক্তির পর শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এটি। বক্স অফিসে গড়েছিল ইতিহাস।

গ্যাংস্টারদের নিয়ে গল্পের এই সিনেমায় দুর্দান্ত মারকুটে অভিনয় দিয়ে পুরো ভারত মাতিয়েছিলেন কন্নড় সুপারস্টার যশ। শুধু তা-ই নয়, এই সিনেমা দিয়ে দেশের বাইরেও লাখো ভক্ত-অনুরাগী জুটিয়েছেন এই অভিনেতা।

এরপর থেকেই তার কেজিএফ চ্যাপ্টার টুর জন্য প্রতীক্ষা শুরু হয় দর্শকদের।

তিন দিন আগে প্রকাশ পাওয়া সিনেমাটির ট্রেলারের ভিউ দেখেই বোঝাই যায় দর্শক কতটা আগ্রহ নিয়ে আছেন কেজিএফ চ্যাপ্টার টু দেখার। ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

কেজিএফ চ্যাপ্টার টুও পরিচালনা করেছেন প্রশান্ত নীল। কন্নড়, তেলেগু, তামিল, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

কেজিএফ চ্যাপ্টার টু-তে আরেক মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। এ ছাড়া এতে রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টির মতো তারকাদের দেখা যাবে নানান চরিত্রে।

এ বিভাগের আরো খবর