বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সচেতনতায় ‘পুষ্পা’র সংলাপ

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:২৬

সিনেমাটির অন্যতম একটি সংলাপ, ‘পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কেয়া…’, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘পুষ্পা নাম শুনে ফুল ভেবেছো।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায়, সংলাপটির বিভিন্ন রকম মিম। এমনই এক মিম সাইবার ক্রাইম সচেতনতায় ব্যবহার করেছেন কলকাতা পুলিশ।

ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা: দ্য রাইজ মুক্তি পায় গত ১৭ ডিসেম্বর।

শুধু দেশটিতেই নয়, বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে পুষ্পা। এর গান, সংলাপ, আল্লু অর্জনের নাচের হুক স্টেপ নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

তেমনই সিনেমাটির অন্যতম একটি সংলাপ, ‘পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কেয়া…’, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘পুষ্পা নাম শুনে ফুল ভেবেছো।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায়, সংলাপটির বিভিন্ন রকম মিম।

এমনই এক মিম সাইবার ক্রাইম সচেতনতায় ব্যবহার করেছে কলকাতা পুলিশ।

সেই পোস্টের অনুবাদ করলে দাঁড়ায়, সিনেমার অন্যতম চরিত্র সৃনু ফোন করে পুষ্পাকে বলছেন, ‘তুই বিশ হাজার টাকার লটারি জিতেছিস, তোর পাসওয়ার্ড বল।’ তার উত্তরে পুষ্পা বলছেন, ‘পুষ্পা নাম শুনকে FOOL (বোকা) ভাবছিস, এখনই তোর নাম্বার সাইবার পুলিশকে হোয়াটসঅ্যাপ করব।’

তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দিসহ পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি ঝড় তুলেছে বক্স অফিসে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৪৭ দিনে প্রায় ৩২৫ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।

এ বিভাগের আরো খবর