গত দুই বছর ধরে করোনা পরিস্থিতির কারণে ভারতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমা হল। সম্প্রতি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই খুলে দেয়া হয় হলগুলো। মুক্তি পেতে শুরু করে নতুন নতুন সিনেমা, ফিরতে শুরু করে দর্শক। তবে নতুন করে সংশয় তৈরি করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।
দেশটির বিভিন্ন রাজ্যে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। ফলে সংশয়ের মুখে অনেক সিনেমার মুক্তি।
আরআরআর সিনেমার পোস্টারে রাম চরণ ও জুনিয়র এনটিআর। ছবি: সংগৃহীত
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওমিক্রনের কারণে ফের ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা রাখার নির্দেশনা দিতে পারে অনেক রাজ্য। আর সেই কারণেই মুক্তি স্থগিত হয়ে যেতে পারে বহু বিগ বাজেটের সিনেমার।
আগামী ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা বাহুবলীর নির্মাতা রাজমৌলির আরেক বিগ বাজেট সিনেমা আরআরআর-এর।
এতে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনসহ আরও অনেক তারকা।
তবে ওমিক্রনের কারণে সিনেমাটির মুক্তি নিয়ে সংশয়ে রয়েছেন নির্মাতারা। আপাতত আরআরআর-এর মুক্তি স্থগিত করে দিতে পারেন তারা।
আরআরআর-এর মতোই মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের রাধে শ্যাম সিনেমা নিয়েও।
রাধে শ্যাম সিনেমার পোস্টারে প্রভাস ও পূজা হেগড়ে। ছবি: সংগৃহীত
আগামী ১৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা প্রভাস ও পূজা হেগড়ের রোমান্টিক এ সিনেমাটি। ইতিমধ্যেই বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছে এর ট্রেলার। তবে যেভাবে ওমিক্রন ছড়িয়ে পড়ছে তাতে বিগ বাজেট এই সিনেমাটি মুক্তিতে বিশেষ ভরসা পাচ্ছেন না নির্মাতারা।
সূত্রের বরাত দিয়ে সেই প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রনের কারণে রাধে শ্যাম-এর মুক্তিও স্থগিত করতে পারেন নির্মাতারা। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি।