স্বাস্থ্যবিধি সংক্রান্ত নতুন নির্দেশনা লঙ্ঘন করায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নামে এফআইআর করার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি)।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, বিএমসি স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান রাজুল প্যাটেল অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলিয়া ভাট করোনা আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকায় ছিলেন। যদিও তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
বিএমসির নিয়ম অনুযায়ী ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকার কথা ছিল অভিনেত্রীর, যা মানেননি তিনি।
মুক্তি প্রতীক্ষিত সিনেমা ব্রহ্মাস্ত্রর মোশন পোস্টার লঞ্চের জন্য সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেন তিনি।
এ বিষয়ে রাজুল প্যাটেল বলেন, ‘হোম আইসোলেশনের নিয়ম লঙ্ঘনের জন্য আমি জনস্বাস্থ্য বিভাগের ডেপুটি মিউনিসিপাল কমিশনারকে আলিয়া ভাটের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছি। তিনি অনেক মানুষের কাছে রোল মডেল। তার দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। নিয়ম সবার জন্য একই।’
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
বিএমসি আলিয়া ভাটের সঙ্গে যোগাযোগও করেছিল। বিএমসি তাকে দিল্লিতেই কোয়ারেন্টাইন করতে বলে, কিন্তু তা সত্ত্বেও মুম্বাই ফিরেছেন তিনি।
রণবীর কাপুরের সঙ্গে ১৫ ডিসেম্বর দিল্লিতে যান আলিয়া। মুক্তির তারিখসহ ব্রহ্মাস্ত্র সিনেমার মোশন পোস্টার প্রকাশ করে এ জুটি।
ব্রহ্মাস্ত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায় ও নাগার্জুন আক্কিনেনি। আগামী বছরের ৯ সেপ্টেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।