রেহানা মরিয়ম নূর সিনেমার রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী বাঁধন। সিনেমার নাম ‘আ ব্লেসড ম্যান’।
সিনেমায় তার সঙ্গে কাজ করবেন সংগীতশিল্পী, অভিনেতা তাহসান খান।
অ্যাপল বক্সের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন সাদিক মাহমুদ। এর আগে তিনি দ্য লাস্ট ঠাকুর নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। বাঁধন-তাহসানকে নিয়ে দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সাদিক।
এসব তথ্য বাঁধন ও তাহসান তাদেরর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় বাঁধন বলেন, ‘আমি আজকে ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে আসলাম আমার নেক্সট প্রজেক্ট নিয়ে। অ্যাপল বক্সের প্রযোজনায় সাদিক আহমেদের পরিচালনায় ‘আ ব্লেসড ম্যান’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। গল্পটা আমার পছন্দ হয়েছে, তবে আমার চরিত্রটি খুবই পছন্দ হয়েছে।’
এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া শেষ বলে জানান বাঁধন। শিগগিরই শুরু হবে দৃশ্যধারণ।
বাঁধন বলেন, ‘অনেকে জিজ্ঞেস করছেন আমার ওজন কেন কমে যাচ্ছে। এর কারণ হলো এই সিনেমায় যে চরিত্রে আমি অভিনয় করছি তার জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।’
তবে চরিত্র বা গল্পে ধরন নিয়ে কিছু বলেননি অভিনেত্রী ও অভিনেতা।
তাহসান বলেন, 'পরিচালক বাংলাদেশের হলেও তিনি থাকেন বিদেশে। সিনেমার জন্য এখন তিনি বাংলাদেশে। অসাধারণ গল্প। দর্শকদেরও ভালো লাগবে।'