বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থাইল্যান্ডের অনুমতি পেলেই শুটিং শুরু হবে: মিতু

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ১৯:০১

থাইল্যান্ডে অনুমতির জটিলতা নিয়ে জাহারা মিতু নিউজবাংলাকে বলেন, ‘দেব শুধু একজন জনপ্রিয় চিত্রনায়কই নন, তিনি একটি দেশের সংসদ সদস্য, সুতরাং শুটিংয়ে নিরাপত্তাসহ আরও অনেক ব্যাপার যুক্ত আছে। অনুমতি কনফার্ম হলেই আবারও শুটিং শুরু হবে।’

শামীম আহমেদ রনীর পরিচালনায় ২০২০ সালের মার্চে শুটিং শুরু হয়েছিল শাপলা মিডিয়ার প্রযোজিত সিনেমা কমান্ডোর। এতে অভিনয় করছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও ঢাকাই চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু।

বেশ কিছুদিন কলকাতায় সিনেমাটির শুটিং হওয়ার পরে করোনাভাইরাসের কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর নতুন করে আর শুরু হয়নি শুটিং।

তবে ডিসেম্বরে থাইল্যান্ডে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কমান্ডোর ভবিষ্যৎ নিয়ে কিছু নিউজ পোর্টালের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদে বিব্রত সিনেমাটি নায়িকা।

তা নিয়ে নিউজবাংলার সঙ্গে কথা বলেন জাহারা মিতু।

তিনি বলেন, ‘কমান্ডোর প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং ডিসেম্বরের ১ তারিখ থেকে থাইল্যান্ডে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সে দেশে শুটিংয়ের অনুমতি নিয়ে এখনও জটিলতা রয়েছে।’

থাইল্যান্ডে অনুমতির জটিলতা নিয়ে মিতু বলেন, ‘দেব শুধু একজন জনপ্রিয় চিত্রনায়কই নন, তিনি একটি দেশের সংসদ সদস্য, সুতরাং শুটিংয়ে নিরাপত্তাসহ আরও অনেক ব্যাপার যুক্ত আছে। অনুমতি কনফার্ম হলেই আবারও শুটিং শুরু হবে।’

এর আগে কমান্ডো নিয়ে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসের অংশ বিশেষে মিতু লেখেন, ‘কমান্ডো শাপলা মিডিয়ার একটি স্বপ্নের প্রজেক্ট, সুপারস্টার দেব এর বাংলাদেশের প্রথম প্রজেক্ট, আর আমার জন্য অবশ্যই স্বপ্নের চেয়ে বেশি। তাই কমান্ডো নিয়ে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক নিউজ না ছড়াতে অনুরোধ করছি।’

এ বিভাগের আরো খবর