বলিউডের নামকরা পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমা খুফিয়ায় অভিনয় করছেন দেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ইনস্টাগ্রামে ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
বাঁধনের সঙ্গে দাঁড়িয়ে বিশাল একটি ছবি তুলেছেন এবং ছবিটি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে। তার ক্যাপশনে লেখা, ‘বাংলাদেশের অসাধারণ অভিনেত্রী বাঁধনকে পেয়ে খুবই আনন্দিত।’
এরপর তিনি হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন খুফিয়া।
বিশালের নেটফ্লিক্স প্রজেক্ট খুফিয়াতে বাঁধনের অভিনয়ের গুঞ্জন আগে থেকেই ছিল। সে সময় বাঁধন নিউজবাংলাকে বলেছিলেন, ‘আমি এটা নিয়ে কথা বলতে পারছি না।’
তবে সময় যাবার সঙ্গে সঙ্গে বিষয়টি পরিষ্কার করলেন পরিচালক।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বাঁধন এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করে দিয়েছেন।
সিনেমাটি নির্মিতি হচ্ছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রের জন্যই বাঁধনকে পছন্দ করেছেন বিশাল।
থ্রিলার ঘরানার সিনেমায় আরও অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি।